Advertisement
Advertisement

বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, সিটি কলেজের পরিত্যক্ত হস্টেলে জখম ২

আহত ১ কিশোরের অবস্থা গুরুতর।

Blast in a abondoned hostel of City college, 2 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2018 12:43 pm
  • Updated:February 11, 2018 12:43 pm  

অর্ণব আইচ: রবিবার সাত সকালে শহরে বিস্ফোরণ৷ বিস্ফোরণে আহত ২ জন৷ আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি ১৪ বছরের এক কিশোর৷ তার হাতে মারাত্মক আঘাত লেগেছে৷ বিস্ফোরণটি ঘটেছে আমর্হাস্ট স্টিটে সিটি কলেজের পরিত্যক্ত হস্টেলে৷ কিন্তু, বোমা কোথা থেকে এল? তা এখনও স্পষ্ট নয়৷ পরিত্যক্ত হস্টেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

[সোনারপুর পুলিশের সাফল্য, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত তরুণী]

Advertisement

শহরের অন্যতম পুরানো ও নামী কলেজ সিটি কলেজ৷ এই কলেজের পড়ুয়াদের থাকার জন্য হস্টেলের ব্যবস্থাও আছে৷ রবিবার সকালে কলেজ লাগোয়া একটি পরিত্যক্ত হস্টেলে বিস্ফোরণ ঘটল৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আমর্হাস্ট্র স্ট্রিটে৷ বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মেডিক্যাল কলেজে ভরতি ১৪ বছরের এক কিশোর৷ তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ আহত হয়েছেন আরও ১ জন৷

[সম্পর্কে ‘না’, প্রাক্তন প্রেমিকাকে ফিল্মি কায়দায় অপহরণ যুবকের]

কিন্তু, কীভাবে ঘটল বিস্ফোরণ? আমর্হাস্ট স্ট্রিটে সিটি কলেজে লাগোয়া পরিত্যক্ত হস্টেলটিতে থেলাধূলা করে স্থানীয় কিশোররা৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালেও সেখানে খেলতে গিয়েছিল রিন্টু শাহু নামে এক কিশোর৷ পরিত্যক্ত হস্টেলে একটি বল জাতীয় কিছু জিনিস পড়ে থাকতে দেখে সে৷  সেটি বল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ ঘটে৷ তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা৷ সিটি কলেজে পরিত্যক্ত হস্টেলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা৷ গুরুতর আহত অবস্থায় রিন্টুকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তার হাতে মারাত্মক চোট লেগেছে৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমর্হাস্ট্র র্স্ট্রিট থানার পুলিশ৷ পরিত্যক্ত হস্টেলে তল্লাশি চালাচ্ছেন পুলিশকর্মীরা৷ তাঁদের আশঙ্কা, সেখানে আরও বোমা থাকতে পারে৷

[শহরে ডায়েরিয়ায় আক্রান্ত ২৫০, জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ পুরসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement