Advertisement
Advertisement

নাগেরবাজারে বিস্ফোরণের বলি শিশু, সিআইডির কাছে তথ্য চাইল এনআইএ

আরএসএসের ঘাড়ে দোষ চাপাল তৃণমূল।

blast at Nagerbazar, one child died
Published by: Tanujit Das
  • Posted:October 2, 2018 2:02 pm
  • Updated:October 2, 2018 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধীজয়ন্তীতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নাগেরবাজার৷ ঘটনায় এখনও পর্যন্ত একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ মৃতের নাম বিভাস ঘোষ, বয়স সাত বছর৷ বিস্ফোরণের সময় সেখানেই দাঁড়িয়ে ছিল সে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় এসএসকেএম হালপাতালে৷ সেখানেই মৃত্যু হয়েছে ওই শিশুর৷ এছাড়াও আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ তাঁদেরও চিকিৎসা চলছে৷ আট জনকে ভরতি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে৷ ইতিমধ্যে ঘটনার সম্পর্কে প্রাথমিক খোঁজখবর নিতে সিআইডির সঙ্গে কথা বলেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷

[পুজোর আগে ছুটির দিনে বাড়তি মেট্রো, খুশি যাত্রীরা]

Advertisement

 

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড৷ তদন্ত শুরু করেছে সিআইডি ও ফরেনসিক টিম৷ অনুমান করা হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে৷ যদিও এই তত্ত্ব খারিজ করে দিয়েছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে কম মাত্রার বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে এই বিস্ফোরণের ফলে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে৷ ভেঙেছে দোকানের সাটার৷ ফলে কম মাত্রার বিস্ফোরকের তথ্য মানতে নারাজ অন্য একটি সূত্র৷ তাঁদের মতে, ঘটনাস্থলে অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ পাওয়া গিয়েছে আইইডি৷ ফলে ঘটনার পিছনে বড় কোনও চক্রান্ত রয়েছে বলে তাঁদের দাবি৷

ইতিমধ্যে এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা৷ ঘটনার জন্য সরাসরি বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন এলাকার বিধায়ক পূর্ণেন্দু বসু৷ একই ভাষায় ঘটনার জন্য বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়৷তাঁকে হত্যা করার ছকে এবং তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার অভিসন্ধিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷ ঘটনার দায় সরকারের উপরই চাপিয়েছেন বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ তিনি বলেন, রাজ্য জতুগৃহে পরিণত হয়েছে৷ এই ঘটনা খুবই উদ্বেগজনক৷ সরকারকে আক্রমণ করেছেন মানবাধিকার কর্মী রঞ্জিত শূর৷ তিনি বলেন, শাসকদলের মদতেই রাজ্যে বোমা মজুত হচ্ছে৷ তাঁদের বিভিন্ন পার্টি অফিসে বোমা মজুত হচ্ছে৷

[সাপের ভয় দেখিয়ে ছিনতাই, নতুন চক্র কলকাতায়]

মঙ্গলবার সকালে নাগেরবাজারের কাজিপাড়ার একটি বহুতলের একতলার একটি দোকানে বোমা বিস্ফোরণ হয়। সেটি একটি ফলের দোকান ছিল। তবে এও শোনা যাচ্ছে, ওই দোকানের সামনে একটা গোডাউনেই ঘটে বিস্ফোরণ। বিল্ডিংটি বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে, ঘটনাচক্রে সেই বিল্ডিংয়েই পুরপ্রধান পাঁচু রায়ের অফিস। ফলে স্থানীয় সমর্থকদের দাবি, তাদের নেতাকে মারার উদ্দেশ্যেই করে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। তবে সৌভাগ্যের বিষয় বিস্ফোরণে তাঁর কোনও ক্ষতি হয়নি। বিস্ফোরণের পর আহত ১০ জনকে ইতিমধ্যেই আর জি করে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement