সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার আগে ঘর ভাঙছে কংগ্রেসের? এমন জল্পনাতেই আবারও সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থতি। ফের আলোচনায় উঠে এসেছেন রাজ্য কংগ্রেসের অন্যতম জনপ্রিয় মুখ আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)।
কেন? জানা গিয়েছে, সোমবার সকালে কংগ্রেসের কৌস্তভের করা একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই উঠেছে প্রশ্ন। নিজের ব্যক্তিগত সোশাল মিডিয়া প্রোফাইলে কেন অন্য রাজনৈতিক দলের নেতার পোস্ট শেয়ার করলেন শুভেন্দু?
এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ”উনি (কৌস্তভ বাগচী) কোন দলে আছেন আমার জানা নেই। এসব লোককে নেতা বানানো হয়েছে যোগ্যতা না থাকলেও। বিজেপি এবং শুভেন্দুর মতো নেতারা এঁদের সাহায্য করবেন এটাই স্বাভাবিক। কারণ, বিজেপির বি টিম হিসাবে কাউকে তো লাগবে!” যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ”এই ফেসবুক পোস্ট শেয়ার আসলে কোনও ব্যক্তির বিষয় নয়। এখানে প্রশ্ন তৃণমূল সরকারের দুর্নীতি, বেনিয়ম, বঞ্চনার। তৃণমূল জল্পনা করতে পারে। কেউ দল পরিবর্তন করবেন কি না তা নিয়ে যাঁদের জল্পনা করা কাজ, তাঁরা করতেই পারেন। আমাদের তাতে কোনও মাথাব্যথা নেই।”
যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ দলবদল প্রসঙ্গে মুখ খুলেছেন কৌস্তুভ বাগচী। তিনি বলেন, ”আমার ফেসবুক পোস্ট যদি কেউ শেয়ার করেন, তাতে দলবদলের জল্পনা কেন আসছে বুঝতে পারছি না! বারবার এমন বিড়ম্বনায় পড়তে হয় আমাকেই! তাহলে আমার পোস্ট শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, বিপরীত দিক থেকে যদি বলি, তিনি কি কংগ্রেসে আসতে চাইছেন? আমি স্পষ্ট বলছি, আমার দল পরিবর্তনের এখনই কোনও সম্ভাবনা নেই। তৃণমূল এসব ইচ্ছা করে করছে। আমি দলবদল যদি করি, সবাইকে জানিয়েই করব। লুকোচুরি খেলতে কোনও ইচ্ছা নেই আমার।”
প্রসঙ্গত, রাজভবনের (Rajbhavan) দক্ষিণ গেটে ধরনার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে (Kolkata Police) আবেদন জানিয়েছে রাজ্যের চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। স্কুল শিক্ষক (SSC) থেকে শুরু করে গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীদের মঞ্চ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে চিঠি লেখা হয়েছে ওই সংগঠনগুলোর তরফে।
তা নিয়েই রবিবার একটি ফেসবুক পোস্টে আইনজীবী কৌস্তভ বাগচী লেখেন, রাজ্যের গ্রুপ ডি ২০১৭-র চাকরিপ্রার্থী, গ্রুপ ডি অপেক্ষারতদের ঐক্য মঞ্চ, ২০১৪-র প্রাথমিক টেট পাশদের একাংশ, যুব-ছাত্র অধিকার মঞ্চ, এনএসকিউএফ চাকরিপ্রার্থী মঞ্চ রাজভবনের সামনে অবস্থান করতে চায়। তাঁদের তরফে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়টি জানিয়ে কৌস্তভ আরও লেখেন, ‘কলকাতা পুলিশের মাননীয় নগরপাল মহোদয়, এবার অনুমতি পেতে অসুবিধে হবে না তো?’ ঠিক এর পরেই কৌস্তভের করা ওই ফেসবুক পোস্ট শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, কংগ্রেস নেতা তথা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে বিক্ষোভ থেকে শুরু করে কানাইয়া কুমারের অনুষ্ঠানে উত্তেজনা। কংগ্রেসের অন্দরেই একের পর এক ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হয়েছেন কৌস্তভ বাগচী। বারবার ‘প্রতিবাদ’ করে দলের একাংশের কাছে ‘বিরাগভাজন’ হয়েছেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার এবং শাসকদল তৃণমূলের (TMC) বিরোধিতায় অলআউট আক্রমণের পথেও হেঁটেছেন কৌস্তভ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগেও বিদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি, কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হতেও হয়েছে কলকাতা হাই কোর্টের আইনজীবীকে। ঠিক এই আবহে দাঁড়িয়ে ফের ধরনা ইস্যুতে কৌস্তভের ফেসবুক পোস্ট শুভেন্দুর শেয়ার নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.