Advertisement
Advertisement

Breaking News

গণতন্ত্র বাঁচাও সভা করতে রাজ্যে আসছেন শিবরাজ, বিপ্লব দেবরা

শীর্ষ নেতাদের এনে গেরুয়া শিবিরের পালে হাওয়া দিতে চাইছে রাজ্য বিজেপি।

BJP's save democracy campaign in Bengal
Published by: Subhamay Mandal
  • Posted:January 24, 2019 1:52 pm
  • Updated:October 17, 2023 8:40 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গণতন্ত্র বাঁচাও সভা করতে এবার রাজ্যে আসছেন শিবরাজ সিং চৌহান, বিপ্লব দেব, ধর্মেন্দ্র প্রধান, শাহনওয়াজ হোসেন-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। এদের সফরের দিন বৃহস্পতিবার সকালে চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে খবর। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে মোট আটজন শীর্ষ নেতা আসছেন বলে খবর। রথযাত্রা কর্মসূচি থেকে শুরু করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার দিন বারে বারে বদল হয়েছে। অসুস্থতার কারণে পাঁচটি সভার বদলে মাত্র একটি সভা করেছেন অমিত শাহ। সেটি মালদহতে। শাহর বিকল্প হিসেবে ঝাড়গ্রামে গতকাল সভা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আজ, বৃহস্পতিবার জয়নগর ও কৃষ্ণনগরে সভা স্মৃতির।

মোদি ও শাহর সফরসূচি বারবার বদল হওয়ায় অস্বস্তিতে রাজ্য নেতারাও। কর্মী-সমর্থকরাও হতাশ। মোদির ব্রিগেড সভাও বাতিল। রাজনৈতিক মহলের মতে, এসবের ফলে কিছুটা হলেও ব্যাকফুটে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে তাই শীর্ষ নেতাদের এনে আগামী কদিন টানা সভা করিয়ে গেরুয়া শিবিরের পালে হাওয়া তুলতে চাইছে রাজ্য বিজেপি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসছেন ২৯ ও ৩০ জানুয়ারি। শিবরাজ সিং চৌহান আসবেন ৬ ও ৭ ফেব্রুয়ারি। ধর্মেন্দ্র প্রধান আসছেন ৭ ফেব্রুয়ারি। শাহনওয়াজ হোসেন ৪ ফেব্রুয়ারি। দীনেশ শর্মা ১ ফেব্রুয়ারি। এছাড়াও সুশীল মোদি ২৭ জানুয়ারি, অর্জুন মুণ্ডা ৫ ও ৬ ফেব্রুয়ারি এবং গিরিরাজ সিং ২৯ জানুয়ারি। কেন্দ্রীয় নেতারা চাইছেন, এইসব বক্তাদের গণতন্ত্র বাঁচাও সভাতে এনে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ বিজেপি। গতকাল সূচি পরিবর্তনের পর মোদির ২ও ৮ ফেব্রুয়ারির রাজ্য সফর এখনও ঠিক রয়েছে।

Advertisement

[ফের পিছোল প্রধানমন্ত্রীর জনসভা, ২৮ জানুয়ারি আসছেন না মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement