Advertisement
Advertisement

Breaking News

অনিশ্চিত রথযাত্রা, বিকল্প কৌশলের সন্ধানে গেরুয়া শিবির

হাই কোর্টের রায়ের দিকেই তাকিয়ে বিজেপি৷

 BJP's Rath Yatra uncertain
Published by: Tanujit Das
  • Posted:December 19, 2018 3:03 pm
  • Updated:December 19, 2018 3:03 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিনক্ষণ পিছোলেও প্রস্তাবিত ‘রথযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ কর্মসূচি পালনে বদ্ধপরিকর গেরুয়া শিবির৷ তবে সম্পূর্ণটাই নির্ভর করছে কলকাতা হাই কোর্টের রায়ের উপর৷ মঙ্গলবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা৷ সূত্রের খবর, একান্তই ‘রথযাত্রা’ কর্মসূচির দিন কমে গেলে বা কর্মসূচি বাতিল হয়ে গেলে, বিকল্প কৌশলও ভাবতে শুরু করেছেন দলের নেতারা৷ প্রথমক্ষেত্রে, দিন কমে গেলে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে৷ এবং দ্বিতীয়ক্ষেত্রে, একান্তই ‘রথযাত্রা’ বা ‘বাসযাত্রা’ না হলে বিশাল পদযাত্রা ও বড় জনসভা করার কথা ভাবছে গেরুয়া শিবির৷

[পুলিশের স্টিকার লাগানো গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি, গ্রেপ্তার ৪]

Advertisement

বিজেপি সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেছেন বিজেপি নেতারা৷ কেন্দ্রীয় নেতাদের পরামর্শে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবিত ‘রথযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ কর্মসূচি শেষ করার এবং ৭ ফেব্রুয়ারি ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে সভা করানোর৷ আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যের ২২টি লোকসভা কেন্দ্রকে টার্গেট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ নয়াদিল্লি সূত্রে খবর, মঙ্গলবারের বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে৷ উনিশের লোকসভা নির্বাচনের আগে কোন কৌশলে বুথস্তরের দলীয় সংগঠনকে আরও পোক্ত করা যায়, রাজ্য নেতাদের নাকি সেই পথ বাতলে দিয়েছে শীর্ষ নেতৃত্ব৷ মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্যের শীর্ষ নেতারা৷ রাহুল সিনহা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক পরিস্থিতির পর্যালোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে৷ পাশাপাশি, কোন কোন কর্মসূচি দিয়ে বুথস্তরের সংগঠনকে আরও পোক্ত করা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে৷

[এবার বাইকে নবান্ন অভিযান বাম যুবদের]

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো, ‘রথাযাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে লালবাজারে বৈঠকে বসেছিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা ও রাজ্য বিজেপি নেতারা৷ কিন্তু সেই বৈঠকেও কোনও মীমাংসা বের হয়নি৷ বিজেপিকে রথযাত্রার অনুমতি দেয়নি রাজ্য সরকার৷ অবশেষে আবারও হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা৷ এই মামলার শুনানি শুরু হলেও এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি৷ কিন্তু আদালতের রায়ের উপরই নির্ভর করছে বিজেপির প্রস্তাবিত এই কর্মসূচির ভবিষ্যৎ৷ একান্তই কর্মসূচি বাতিল হলে বিকল্প কর্মসূচিও ভাবতে শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement