Advertisement
Advertisement

‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার

রথযাত্রা নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে।

BJP's Rahul Sinha slams Mamata
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 16, 2018 6:00 pm
  • Updated:November 16, 2018 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পবিত্রযাত্রা শ্মশানযাত্রায় পরিণত হবে। এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি তৈরি করব।’ রথযাত্রা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূলনেত্রীকে তাঁর হুঁশিয়ারি, ‘আগে রাজ্যকে বাঁচান, তারপর ভিন রাজ্যে প্রার্থী দেবেন।’

[‘মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে’! প্রকাশ্যে ফের কুমন্তব্য দিলীপের]

Advertisement

লোকসভা মুখে বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ডিসেম্বর মাসে ৫,৭ ও ৯ তারিখে রাজ্যে তিনটি রথ বের করবেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির রথযাত্রা কর্মসূচি নিশানায় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘ওটা শ্রীকৃষ্ণ বা জগন্নাথের রথ নয়। ওটা ফাইভ স্টার হোটেল। ওর মধ্যে খাওয়া-দাওয়া, ঘোরা-ফেরার এলাহি ব্যবস্থা রয়েছে। ওটা রাবণ যাত্রা।’ শুধু তাই নয়, রথযাত্রার পরের দিন একই জায়গায় একই সময়ে পালটা কর্মসূচিও ঘোষণা করেছেন মমতা্ বন্দ্যোপাধ্যায়। শাসকদলের কর্মসূচির নাম ‘পবিত্র যাত্রা, শান্তি যাত্রা ও একতা যাত্রা।’

নেতাজি ইন্ডোর শাসকদলের বর্ধিত সভার পরপরই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলনেত্রীকে বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর হুঁশিয়ারি, ‘পবিত্র যাত্রা শ্মশানযাত্রায় পরিণত হবে। এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি তৈরি করব।’ তবে শুধু বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করাই নয়, দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে লোকসভা ভোটে ঝাড়খণ্ড ও অসমেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, ‘আগে রাজ্য সামলান, তারপর ভিন রাজ্য প্রার্থী দেবেন।’ পঞ্চায়েত ভোট, দুর্নীতি-সহ আরও আর অনেক ইস্যুতেই শাসকদলকে আক্রমণ করেছেন তিনি।

[ ‘মুকুল রায় মুর্দাবাদ’, হুমকি পোস্টারে ছয়লাপ পাহাড়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement