Advertisement
Advertisement

‘কেউ রথ আটকালে আগে মারুন, পরে পুলিশে দিন!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপের

নিরাপত্তার দায় রাজ্যের ঘাড়েই চাপালেন রাজ্য বিজেপি সভাপতি।

BJP's Dilip Ghosh rants again .
Published by: Kumaresh Halder
  • Posted:November 19, 2018 4:19 pm
  • Updated:November 19, 2018 4:51 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রথযাত্রার প্রস্তুতি ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু করল বঙ্গ বিজেপি৷ এবার সরাসরি রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পুলিশ অনুমতি দিক অথবা না দিক, রথযাত্রা হবেই, মন্তব্য করেন দিলীপ৷ দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে এদিন দিলীপের হুঁশিয়ারি, ‘‘এতদিন পুলিশের কথা আমরা শুনেছি৷ এইবার পুলিশকে আমাদের কথা শুনতে হবে৷’’

[নিউটাউন খুনে চাঞ্চল্যকর তথ্য, আগের দিন এলাকায় ঘুরে গিয়েছিল দুষ্কৃতীরা]

রাজ্য প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছোঁড়ার পাশাপাশি বিজেপির জেলা সভাপতিদেরও কড়া বার্তা দেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘যাঁরা ভয়ে পিছিয়ে যাবেন, তাঁরা বাড়ি চলে যান৷ বাড়িতেই বসে থাকুন৷ লড়াই করতে পারলে সামনে থেকে লড়াই করুন৷ রথযাত্রা কর্মসূচিতে যাঁরা ঝামেলা করতে আসবে, তাঁদের ধরে মারুন৷ আগে মারবেন, তার পর তাঁকে পুলিশে দেবেন৷ দলের কিছু নেতা কাজ না করে ফেসবুক বিপ্লব করছেন৷ সেই নেতাদের বলছি, ফেসবুক বিপ্লব না করে মাঠে নামুন৷ কাজ করুন৷’’ সোমবার কলকাতার মাহেশ্বরী সদনে জেলা সভাপতিদের ডেকে কড়া ভাষায় ধমক দেন রাজ্য বিজেপি সভাপতি৷ দলের হয়ে কাজ না করলে পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন খড়গপুরের বিধায়ক৷ তবে, রথযাত্রার প্রস্তুতি নিয়ে এদিনের এই বৈঠক ডাকা হলেও কার্যক্ষেত্রে ঘর সামাল দেওয়ার উপরই বেশি গুরুত্ব দিতে দেখা যায় দিলীর ঘোষকে৷

Advertisement

[লগ্নির নামে প্রতারণা, ৩৫ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা]

এদিন বেলাগাম নেতাদের পায়ে বেড়ি পরাতে কড়া ভাষা ব্যবহার করেন রাজ্য বিজেপি সভাপতি৷ বলেন, ‘‘দলের মধ্যে অশান্তি-গন্ডগোল করা চলবে না৷ নেতৃত্বের নির্দেশ পালন না করলে তাঁদের দল থেকে বের করে দেওয়া হবে।’’ জেলা নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে  দিলীপের মন্তব্য, ‘‘লড়াই মাঠে শুরু হয়ে গিয়েছে৷ ভয় পেলে নেতৃত্ব ছেড়ে দিন৷ মার খেয়ে চুপ থাকলে চলবে না৷ প্রতিরোধ করুন৷’’ রবিবার হুগলির মশাটে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রকাশ্য সমাবেশে মঞ্চ থেকেও একই ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ৷ বলেন, ‘‘সারা ভারতবর্ষে আমরা পালটে দিয়েছি, পশ্চিমবঙ্গেও পালটাব৷ আমরা গণতন্ত্রে বিশ্বাসী৷ আমরা মারপিট করি না৷ কিন্তু, কেউ আমাদের মারলে তার জবাব দেওয়ার ক্ষমতা রাখে বিজেপি৷’’ এদিনও রথযাত্রা কর্মসূচি উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে দিলীপের মন্তব্য, ‘‘পালটা লড়াই শুরু করুন৷ তার জন্য দল আপনাদের সবরকম সহযোগিতা করবে৷ আগামী লোকসভা নির্বাচনে আমরা তৃণমূলের বিরুদ্ধে একাই লড়াই করব৷ তারই প্রস্তুতি শুরু করুন৷’’

[‘আমাকে, ছেলেকে পিটিয়েছে বউমা’, পুলিশে অভিযোগ বৃদ্ধার]

রবিবার এই জনসভা থেকে ফেরার পথেই হুগলিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ৷হামলার প্রতিবাদ জানিয়ে লালবাজার অভিযান-সহ রাজ্যজুড়ে চলছে বিজেপির অবস্থান বিক্ষোভ৷ এদিনের এই হামলার পর রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে গেরুয়া শিবির৷ রথযাত্রা কর্মসূচিতে এই একই ধরনের হামলা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানানোর চিন্তাভাবনাও শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement