Advertisement
Advertisement

যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়, সংগঠনে রদবদলের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ

কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালনের লক্ষ্যে আগামী সোমবার বলরামপুর যাচ্ছেন রাজ্য সভাপতি৷

BJP’s Dilip Ghosh junks resignation rumour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 7:53 pm
  • Updated:June 9, 2018 7:53 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলীয় সংগঠনে রদবদল নিয়ে জল্পনা কার্যত উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বাংলায় বিজেপি সভাপতি পরিবর্তন হতে পারে বলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ শনিবার, সেই জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘যাঁরা বিভ্রান্ত, তাঁরা বিভ্রান্তি ছড়ায়৷ চিল এ কান নিয়ে গিয়েছে, চিলের পিছনে ছোটার ইচ্ছা আমার নেই৷ তিন বছর সভাপতির মেয়াদ থাকে৷ আমি সফলভাবে শেষ করব এই আত্মবিশ্বাস আমার আছে৷’’

দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে৷ বাংলায় দলের অগ্রগতি ও কাজে দিল্লির নেতারা খুশি বলে এদিন দাবি করেন দিলীপবাবু৷ যাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশ্য কটাক্ষও করেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন সমস্ত জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘কেন্দ্রীয় নেতারা রাজ্যে ২২টি আসন টার্গেট নিয়ে লোকসভায় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে৷ আমরা সেই দিকেই এগোচ্ছি৷’’ কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পালনের লক্ষ্যে আগামী সোমবার বলরামপুর যাচ্ছেন দিলীপ ঘোষ৷ মৃত কর্মীদের বাড়িতে যাবেন৷ বড় জনসভা হবে পুরুলিয়াতে৷

Advertisement

পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ জোড়া মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বন্ধ-বিক্ষোভ-মিছিল করে দেশের সংবাদমাধ্যের আলো পাওয়ারও চেষ্টা করেছে বিজেপি৷ মূলত, কর্মী মৃত্যুর ইস্যুকে জিইয়ে রেখে ভোটের ময়দানে নামার প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷

ভোট পরবর্তীর হিংসায় গত দুই সপ্তাহ উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়া৷ পরপর দুই বিজেপি কর্মীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলে বিজেপি৷ যদিও, পুলিশ বিজেপি তোলা অভিযোগ খারিজ করে সাফ জানিয়ে দিয়েছে, গোটা ঘটনাটি আত্মহত্যা৷ মেডিক্যাল রিপোর্টেও একই কথা জানানো হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement