রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া নেতার পাশেই দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ধৃত রঞ্জিত মজুমদারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি৷ স্পষ্ট ভাষায় জানান ধৃত নেতার পাশেই রয়েছে দল৷ পাশাপাশি, ‘বুঝে নেওয়া’র হুঁশিয়ারি দিতেও শোনা যায় রাজ্য বিজেপি সভাপতিকে৷ যদিও এতে গেরুয়া শিবিরের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য এসেছে বলে মত রাজনৈতিক মহলের।
[জনসংযোগ বাড়াতে এবার ফেসবুকে ফর্ম বিলি করছে তৃণমূল]
সূত্রের খবর, এলপিজি কেলেঙ্কারিতে বিজেপি নেতা রঞ্জিত মজুমদারের নাম প্রকাশ্যে আসার পরেই হাত তুলে নেয় রাজ্য বিজেপির একাংশই৷ ওই অংশের দাবি ছিল, রঞ্জিতবাবুর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই দলীয়স্তরে একটি তদন্ত কমিটিও গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ ফলে দলের সঙ্গে রঞ্জিত মজুমদারের জালিয়াতির যোগ নেই বলেই তাঁদের দাবি৷ এমত অবস্থায় সভাপতি ধৃত নেতার পাশে দাঁড়ানোয় বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্য বিজেপির অন্দরে৷
[এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার]
এলপিজি কেলেঙ্কারিতে শনিবার সকালেই গ্রেপ্তার হন বিজেপি নেতা রঞ্জিত মজুমদার৷ তাঁকে গ্রেপ্তার করে জোড়াসাঁকো থানার পুলিশ৷ সূত্রের খবর, শুক্রবার রাতে তাঁকে জেরা করেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ তাঁর কথায় অসংগতি ধরা পড়লে শনিবার গ্রেপ্তার করা হয়৷ তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ যার মধ্যে অন্যতম, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা৷ গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে শনিবারই ব্যাঙ্কশাল আদালতে পেশ করার কথা রয়েছে। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আপিল করবে পুলিশ৷ সূত্রের খবর, ধৃতকে জেরা করে এই জালিয়াতির ঘটনার গভীরে যেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা৷ এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে তার খোঁজ করতে চাইছেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.