অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে বিপাকে বিজেপির এক মহিলা নেত্রী। যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তার করেছে সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[আরও পড়ুন: ‘বাঁচতে চাই না’, হাতে ছুরি নিয়ে বহুতলের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা যুবতীর]
কোঁকড়া চুল, চোখে-মুখে কড়া মেকআপ…সম্প্রতি মেট গালা সাজ নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো ট্রোলড হতে হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। কটুক্তির বন্যার বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সেই একই সাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো একটি ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। অভিযোগ, নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রথম পোস্ট করেছিলেন বিজেপির যুব মোর্চা হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মা। বৃহস্পতিবার ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ও স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরা। তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা।
শুক্রবার সকালে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে ডেকে পাঠান সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত। যদিও বিজেপির যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মার দাবি, ‘আমি ছবিটি তৈরি করিনি। পোস্ট করেছিলাম। এমন ছবি অনেকেই পোস্ট করেন। কিন্তু, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আমি বিজেপি করি, তাই ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে।’ অভিযুক্ত নেত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপির যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং। তাঁর প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রী তো সারাক্ষণই প্রধানমন্ত্রী বিরুদ্ধে খারাপ শব্দ প্রয়োগ করছেন। এতে প্রধানমন্ত্রীর সম্মানহানি হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বেছে বেছে বিজেপি কর্মীদেরই নিশানা করছে প্রশাসন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.