Advertisement
Advertisement
WB Assembly

‘শাহি’ সভা নাকি বিধানসভার অধিবেশন, বুধবার কোথায় থাকবেন? দ্বিধায় বিজেপি বিধায়করা

বিধানসভার কর্মসূচির দিন বদলাতে চেয়ে স্পিকারকে চিঠি মনোজ টিগ্গার।

BJP writes to Speaker to change schedule of WB Assembly of 29 November | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 28, 2023 5:22 pm
  • Updated:November 28, 2023 5:22 pm

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: শ্যাম রাখি না কূল রাখি! এটাই এখন বাংলার বিজেপি (BJP) বিধায়কদের অবস্থা। বুধবার বঙ্গে অমিত শাহের সভা। আবার এদিনই বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে বিধানসভায় আলোচনা রয়েছে। কোন কর্মসূচিতে যোগ দেবেন গেরুয়া শিবিরের বিধায়করা, তা নিয়েই এখন তাদের মাথাব্যথা।

বুধবারের নির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। জানিয়েছেন, বুধবার তাঁদের দলীয় সভা রয়েছে। তাই তাঁদের দলের কোনও বিধায়ক অধিবেশনে যোগ দিতে পারবেন না। জবাবে পালটা চিঠি দিয়েছেন স্পিকার।

Advertisement

 

[আরও পড়ুন: Suvendu Adhikari: বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু]

কর্মসূচি পিছিয়ে দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সাফ কথা, বিএ কমিটির বৈঠকে কর্মসূচির দিন নির্ধারণ হয়েছে। সে কথা আগেই বিজেপি বিধায়কদের জানানো হয়েছিল। সেই সময় কর্মসূচি বদলের কোনও প্রস্তাব দেননি কেউ। অথচ দলীয় কর্মসূচির দিন আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তার পরেও কেন কর্মসূচির দিনবদলের আর্জি জানানো হল না? ফলে শাহি সভা নাকি বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে আলোচনা, কোথায় থাকবেন গেরুয়া শিবিরের বিধায়করা, তা নিয়ে নাজেহাল তাঁরা। 

[আরও পড়ুন: ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ! বন্ধ বেআইনি নির্মাণ ভাঙার কাজ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement