রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনকে সামনে রেখে দেশজুড়ে জনসংযোগে জোর দিতে একগুচ্ছ কর্মসূচি নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই দিন থেকে শুরু হচ্ছে সেবা শপথ সপ্তাহ। শুধু বাংলাই নয়, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনসেবামূলক কাজে নেমেছেন বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর আকাশে উড়বে মোদির ছবি দেওয়া ঘুড়ি। জনতাকে কমলাভোগ খাইয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দে মাতবেন বিজেপি কর্মীরা। রবিবার দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজার এলাকায় পাঁচশোরও বেশি ছোট ছেলেদের হাতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ঘুড়ি তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। ঘুড়িতে লেখা রয়েছে – চৌকিদার নরেন্দ্র মোদি। অবশ্য সেবা শপথ সপ্তাহে এটি জনসংযোগ অভিযানের অঙ্গ হলেও, বাংলায় আবার তার পরের দিনই বিশ্বকর্মা পুজো। তাই তাকে কেন্দ্র করেও এই ঘুড়ি বিতরণের কর্মসূচি পালন করছেন বিজেপি নেতারা।
অর্থাৎ, প্রধানমন্ত্রীর জন্মদিনে উড়বে ঘুড়ি। আবার পরের দিন বিশ্বকর্মা পুজো আকাশে রংবেরঙের ঘুড়ির পাশে দেখা যাবে সেই মোদি ঘুড়ি। তাই বিশ্বকর্মা পুজোর আগে মোদির ছবি দেওয়া ঘুড়ি দিয়ে জনসংযোগে নতুন মাত্রা জুড়তে চাইছেন বিজেপি নেতৃত্ব। ১৭ সেপ্টেম্বরকে সামনে রেখে ১১ হাজার কমলাভোগ তৈরি হচ্ছে। উত্তর কলকাতা এলাকার বিজেপি কর্মী নারায়ণ চট্টোপাধ্যায় জানালেন, প্রধানমন্ত্রী কমলাভোগ খেতে ভালোবাসেন। তাই তাঁর জন্মদিনে বিজেপির রাজ্য দপ্তরের সামনে কমলাভোগ খাইয়ে সকলকে মিষ্টিমুখ করানো হবে।
এছাড়া, এই সেবা শপথ সপ্তাহ জুড়ে এবং বিশেষত ১৭ সেপ্টেম্বর, রক্তদান শিবির, হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বিশ্বকর্মা পুজো – জোড়া সেলিব্রেশনকে সামনে রেখে বঙ্গবাসীকে আরও কাছে টানার সুযোগ ছাড়তে একেবারেই নারাজ রাজ্যের বিজেপি নেতৃত্ব। জনসংযোগের এই সুযোগ কে-ই বা হাতছাড়া করে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.