রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাঁথিতে অমিত শাহ’র সভার পরে উত্তেজনার প্রতিবাদে এদিন শহর কলকাতায় একটি মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপি। সেই ধিক্কার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সেন্ট্রাল এভিনিউতে৷ বিজেপির মিছিলের মাঝে পড়ে যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়৷ শিক্ষামন্ত্রীর কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা৷ চলে শাসকদলের বিরুদ্ধে স্লোগান দেওয়া৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয়কে বের করে দেন তাঁরা৷
[খুনের মামলা থেকে রেহাই, বেপরোয়া গাড়িচালনায় দোষী সাব্যস্ত সাম্বিয়া ]
মঙ্গলবার কাঁথিতে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ দিন রাজ্যের একাধিক জায়গায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছিল গেরুয়া শিবির৷ সেই মতো বুধবার সকাল থেকেই কর্মীরা জমায়েত হচ্ছিলেন রাজ্য বিজেপি দপ্তরের সামনে৷ মিছিল শুরুর কিছুক্ষণ আগে, ব্যক্তিগত কাজে সেন্ট্রাল এভিনিউ দিয়ে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী৷ তখনই তিনি জমায়েতের মাঝে পড়ে যান৷ পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর গাড়ি ঘিরে ধরেন বিজেপি কর্মীরা৷ দিতে থাকেন তৃণমূল বিরোধী স্লোগান৷ দেখানো হয় কালো পতাকা৷ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেন৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেন তাঁরা৷ বিক্ষোভকারীদের মধ্য থেকে শিক্ষামন্ত্রীর গাড়িকে নিরাপদে বের করে দেওয়া হয়৷ তবে, স্বভাবতই এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে রাজ্য বিজেপি নেতৃত্বকে৷ প্রশ্ন উঠেছে কর্মীদের উপর নেতাদের নিয়ন্ত্রণ নিয়ে৷ যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু এই ঘটনা একটা সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছিল সেন্ট্রাল এভিনিউতে৷
[পাভলভের ১৬ ‘মানসিক রোগী’র নাম উঠল ভোটার তালিকায়]
অন্যদিকে বুধবার নির্ধারিত সময়েই রাজ্য বিজেপি দপ্তর থেকে ধর্মতলার উদ্দেশে শুরু হয় এই প্রতিবাদ মিছিল৷ মিছিলে ছিলেন মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা। মিছিল ধর্মতলায় পৌঁছালে তা আটকে দেয় পুলিশ৷ সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়৷ ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.