সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী পদে মোদির দ্বিতীয়বার শপথ গ্রহণ উপলক্ষ্যে যখন এলাকায় লা্ড্ডু বিলি চলছিল, তখন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়াল গড়িয়ার পঞ্চসায়রে। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, বেছে বেছে দলের কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরা। মারধর করা হয়েছে মহিলা, এমনকী শিশুদেরও। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতে পঞ্চসায়র থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।
ফের দিল্লির মসনদে নরেন্দ্র মোদি। লোকসভা ভোটে বাংলাতেও ১৮টি আসনে জিতেছে বিজেপি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন মোদি-সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা। বাংলা থেকে মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। প্রধানমন্ত্রী পদে মোদি শপথ নেওয়ার পর, রাত আটটা নাগাদ পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে লাড্ডু বিলি করছিলেন বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কর্মীরা। তখনকার মতো সমস্যা মিটে গেলেও, রাতে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, পঞ্চসায়রে বিজেপি কর্মীদের বাড়িতে চলে ভাঙচুর। মহিলা ও শিশুদের মারধর করা হয়। বিজেপির দাবি, হামলায় তাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। দু’জন ভরতি হাসপাতালে। রাতে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পঞ্চসায়র থানার ঘেরাও করেন বিজেপি কর্মীরা।
পঞ্চসায়র এলাকাটি যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ওই লোকসভা এলাকায় বিজেপি যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত নেতা দীপ বিশ্বাস বলেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়েই মদতেই বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। কাউন্সিলর কার্যত ফতোয়া জারি করেছেন যে, এলাকায় কেউ বিজেপি করতে পারবেন না। এই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.