সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসবে না। ফের জোর গলায় দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার ভবিষ্যদ্বাণী, ক্ষমতায় আসা তো দূর, দিল্লিতে এবার ২০০ আসনও পেরোবে না বিজেপি।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী (TMC Leader) বলেন,”২০২১ বিধানসভা নির্বাচনের আগে এখানেই বলত ২০০ পার। কিন্তু এবার তো দিল্লিতেও ২০০ পার হবে না। কীভাবে হবে, কোন ম্যাজিশিয়ান এসে করবে?” মমতার সন্দেহ, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সাফল্য পেতে এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং সর্বোপরি প্রচুর টাকা, সবই ব্যবহার করবে বিজেপি। কিন্তু তাতেও বিজেপির ডাল গলবে না বলে একপ্রকার নিশ্চিত মমতা। তাঁর কথায়, “সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), ইডি-সিবিআই (CBI) দিয়ে ভোট লুট করা যাবে না। ইলেকট্রনিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। আমরা চাইব ভিভিপ্যাটে মেশিন যাতে বেশি করে ব্যবহার হয়। কিন্তু বিজেপি কারও কথা শোনে না, ওদের আচরণ আর জুমলা দেখে আমি বিস্মিত।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই বিজেপির জন্য তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। যদিও মমতা শুরু থেকেই দাবি করে আসছেন, ২০২৪-এ বিজেপি ক্ষমতায় ফিরবে না। তার ব্যাখ্যাও এর আগে একাধিকবার শোনা গিয়েছে মমতার মুখে। তৃণমূল নেত্রী দাবি করেছেন, দক্ষিণ ভারতে বিজেপি কোনও আসন পাবে না। বাংলা, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সব রাজ্যেই আসন কমবে বিজেপির। বুধবার তৃণমূল নেত্রী একপ্রকার ভবিষ্যদ্বাণী করে দিলেন, ২০২৪-এ বিজেপি ২০০ পেরোবে না।
২০২৪-এ বিজেপিকে (BJP) দিল্লি থেকে উৎখাত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চিত। সেই সঙ্গে মমতা নিশ্চিত ২০২৪-এর আগে বিরোধীরা সম্মিলিত হয়ে তাঁর প্রস্তাবিত ‘ইউনাইটেড ইন্ডিয়া’ হিসাবে লড়বে। তৃণমূল নেত্রী জানিয়েছেন, “কেন্দ্রীয় স্তরে সব বিরোধী দল একত্রিতভাবে কাজ করছে। আমাদের রোজ কথা হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে।” অর্থাৎ মমতার ইঙ্গিত বিরোধী জোটের বর্তমান রূপরেখা বাইরে থেকে স্পষ্ট বোঝা না গেলেও, পর্দার আড়ালে প্রক্রিয়া গতি পেয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.