Advertisement
Advertisement
বিজেপি

তৃণমূলের শহিদ দিবসের পালটা সমাবেশ বিজেপিরও, একুশের আগে নয়া চাল গেরুয়া শিবিরের

তৃণমূলের সমাবেশের তিনগুণ জনসমাগম হবে, দাবি বিজেপি নেতৃত্বের।

BJP will organise Shaheed Dibas in contrary of TMC's 21 July

তৃণমূলের সমাবেশের তিনগুণ জনসমাগম হবে, দাবি বিজেপি নেতৃত্বের।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 3, 2019 4:40 pm
  • Updated:July 3, 2019 4:40 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসর পালটা এবার পথে নামছে বিজেপিও৷ কলকাতাতেই হবে সেই অনুষ্ঠান৷ তবে ওইদিনই নয়, সম্ভবত আগস্টে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কলকাতা সফর চলাকালীন পালিত হবে শহিদ দিবস৷ সাম্প্রতিক সময়ে তৃণমূলের হামলায় নিহত বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশে শ্রদ্ধা জানাতেই বিজেপির এই পরিকল্পনা বলে সূত্রের খবর৷ সেই অনুষ্ঠানে ওইসব শহিদ পরিবাগুলিকেও আমন্ত্রণ করা হবে৷

[আরও পড়ুন: এবার এসএসকেএম, কলকাতার সরকারি হাসপাতালে ফের সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন]

আগস্টে কলকাতা সফরে আসছেন অমিত শাহ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, সেইসময় তাঁর উপস্থিতিতেই হতে পারে শহিদ দিবস৷ বুধবার রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর দাবি, ২১ জুলাই তৃণমূলের সমাবেশের তুলনায় অন্তত তিনগুণ জনসমাগম হবে বিজেপির শহিদ দিবসে৷ তবে দিনক্ষণ ঠিক হয়নি এখনও৷ মনে করা হচ্ছে, একুশের আগে নিজেদের শক্তিপ্রদর্শনে এই পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি৷   

Advertisement

এদিনের সাংবাদিক সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মুকুল রায়৷ আইবি’র একটি সার্কুলেশন দেখিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপির একাধিক নেতা, সাংসদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানোর পরিকল্পনা করা হচ্ছে৷ লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, কৈলাস বিজয়বর্গীয়, শমীক ভট্টাচার্য, অর্জুন সিং-সহ একাধিক নেতার গতিবিধি নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশ জারি করেছে গোয়েন্দা দপ্তর৷ যেখানে এই নেতাদের বক্তব্যের ভিডিও ক্লিপিংস সংগ্রহে রাখার কথা বলা হয়েছে৷ এই তথ্য পেশ করে মুকুল রায় আশঙ্কা প্রকাশ করেছেন, এই সব নেতানেত্রীদের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানোর ষড়যন্ত্র করছে রাজ্য পুলিশ৷ এনিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দিয়েছেন তিনি৷

[আরও পড়ুন:প্রয়োজন নেই স্ক্রুটিনির, আবেদন করলেই দেখা যাবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র]

এদিন মুকুল রায় আর অভিযোগ করেন, বনগাঁ পুরসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না৷ বুধবার তাঁর উপস্থিতিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক অনির্বাণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুরসভার ৭৪ এবং ৮২ নং ওয়ার্ড থেকে ২০০ জন বিজেপিতে যোগ দিয়েছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement