ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: আগামী লোকসভা নির্বাচনের লড়াই, তার ফলাফল নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলে দিলেন, ”চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। আমি বিরোধী দলগুলিকে আবার বলব, আসুন, আমরা সবাই একসঙ্গে মিলিত হই। আমরা সবাই যদি মিলিত হই তাহলে আমি নিশ্চিত, ২০২৪ এ বিজেপি আসবে না।”
গত শুক্রবার সিউড়ির জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিয়ে বলেছিলেন, ”বাংলা থেকে ৩৫ টি আসনে জেতান বিজেপিকে। পঁচিশের আগেই তৃণমূল সরকারের পতন ঘটবে। আর অপেক্ষা করতে হবে না।” এই মন্তব্যের জবাব দিতেই মূলত মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলন করেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যকে ‘চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি (BJP) পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?”
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটেও তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে বিরোধীদের ঐক্যমঞ্চ তৈরির প্রাথমিক চিত্র দেখা গিয়েছিল। বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন আঞ্চলিক দলগুলিকে এক ছাতার নিচে আনার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও পরবর্তী সময়ে সেই বিজেপি-বিরোধিতা সেভাবে কার্যকর হয়নি। সমস্ত আঞ্চলিক দলই আলাদাভাবে নিজেদের নীতিতে লড়াই করেছিল। সেই নির্বাচনে বিপুল ভোটে জিতে দ্বিতীয়বার দেশের ক্ষমতায় এসেছিল মোদি সরকার। এবার চব্বিশের লড়াই। সেখানেও ফের বিরোধী ঐক্যে শান দিলেন তৃণমূল সুপ্রিমো।
সম্প্রতি দেশের বেশিরভাগ বিরোধী নেতানেত্রীকে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে। তেলেঙ্গানার বিআরএস (BRS) নেত্রী কবিতা কিংবা বিহারে আরজেডির (RJD)তেজস্বী যাদব অথবা আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল – সিবিআই কিংবা ইডির তলব পেয়েছেন সকলেই। দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরাও চলেছে। রবিবার কেজরিওয়ালকে ৯ ঘণ্টা জেরা করা হয়েছে সিবিআইয়ের তরফে। এর পরিপ্রেক্ষিতে এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ”এটাকে শো-কেস করতে চাইছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি এমনটা করা যায়, তাহলে আমি বলব স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন করা যাবে না? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি গুন্ডামি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন ?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.