Advertisement
Advertisement

Breaking News

হাই কোর্টে রথযাত্রা মামলার দ্রুত শুনানির আরজি বিজেপির

বুধবার মামলার শুনানির সম্ভাবনা৷

bjp will go high court
Published by: Kumaresh Halder
  • Posted:December 3, 2018 4:59 pm
  • Updated:December 3, 2018 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথযাত্রার অনুমতি দিচ্ছে না প্রশাসন৷ রাজ্যের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে রথযাত্রা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানাল গেরুয়া শিবির৷ আদালত সূত্রে খবর, বিজেপির তরফে মামলার দ্রুত শুনানির আরজি গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মামলার শুনানির সম্ভবনা৷

[শিয়ালদহ ডাউন লাইনে ফাটল, ব্যাহত রেল পরিষেবা]

রাজ্য প্রশাসন রথযাত্রার অনুমতি না দিলে কলকাতা হাই কোর্টে মামলার হুমকি আগেই দিয়ে রেখেছিলেন বঙ্গ বিজেপির নেতারা৷ রথযাত্রার অনুমতি না দিলে ঘোষিত কর্মসূচি কোনওভাবেই বাতিল হবে না বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ রথযাত্রার নিরাপত্তার সমস্ত দায় রাজ্য প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিতেও ভোলেননি বিজেপি নেতা মুকুল রায়৷ রথযাত্রার কর্মসূচি ঘিরে রাজনৈতিক কোন্দলও প্রকাশ্যে আসতে শুরু করেছে৷ রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতও দফায় দফায় বাড়িয়ে তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা৷

Advertisement

বিজেপির অভিযোগ, রাজ্য প্রশাসনের তরফে রথযাত্রার অনুমতি চাওয়া হলেও তা এখনও পাওয়া যায়নি৷ মুখ্যসচিবকে চিঠি দিয়েও মেলেনি জবাব৷ বঙ্গ বিজেপি নেতৃত্বের আশঙ্কা, রাজনৈতিক কারণে রথযাত্রার অনুমতি দিতে নাও পারে প্রশাসন৷ কর্মসূচি বানচাল যাতে না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ রথযাত্রার অনুমতি নিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷

[‘আমি ওকে মারিনি’, আদালতে খুনের অভিযোগ অস্বীকার অনিন্দিতার]

অভিযোগ, রথযাত্রার অনুমতি চেয়ে গত সপ্তাহে রাজ্যের মুখ্যসচিবের কাছে আবেদন করে বিজেপি৷ আবেদনে রথযাত্রার রুটম্যাপ-সহ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার আবেদনও জানানো হয়৷ কিন্তু, অনুমতি দেওয়ার বিষয়ে কোনও আলোচনায় আসেনি রাজ্য প্রশাসন৷ বারংবার অনুমতি চেয়ে আবেদন করা হলেও রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ আর তাতেই চিন্তিত বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ অনুমতি ঘিরে ধোঁয়াশা তৈরি হওয়ায় পালটা কৌশল নেওয়ার সিদ্ধান্ত নেন নেতারা৷ রথযাত্রার অনুমতি না দেওয়ায় গত মাসেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ আজ, সোমবার মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয় গেরুয়া শিবিরের তরফে৷ সব ঠিকঠাক থাকলে, বুধবার মামলার শুনানি হওয়ার সম্ভবনা৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘রাজ্য প্রশাসন অনুমতি না দিলে আমরা  প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব৷’’

[মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে পড়তে পারে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের]

জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর কোচবিহার, ৯ ডিসেম্বর গঙ্গাসাগর এবং ১৪ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি৷ উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement