Advertisement
Advertisement
CM Mamata Banerjee

স্বাস্থ্যদপ্তরের অ্যাম্বুল্যান্সে মুখ্যমন্ত্রীর ছবি! নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

কেন সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে? প্রশ্ন বিজেপির।

BJP will complain to Election Commission against CM Mamata Banerjeee over election code of conduct vilolation | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 8, 2021 3:47 pm
  • Updated:March 8, 2021 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে নির্বাচনী বিধি কার্যকর হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনছে। এবার যেমন খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি। স্বাস্থ্যদপ্তরের অ্যাম্বুল্যান্সে মুখ্যমন্ত্রীর ছবি থাকা নিয়ে অভিযোগ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (BJP leader Amit Malviya)।

সোমবার সকালে একটি ভিডিও টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান। সে টুইটে একটি অ্যাম্বুল্যান্সকে দেখানো হয়েছে। অ্যাম্বুল্যান্সটি রাজ্য স্বাস্থ্যদপ্তরের। সেখানে জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ভিডিওটি আপলোড করে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, রাজ্যে ইতিমধ্যে নির্বাচনী বিধি কার্যকর হয়েছে, তারপরেও কেন সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে?

Advertisement

[আরও পড়ুন : শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সোমেন মিত্রের স্ত্রীর, বিজেপিতে যাচ্ছেন শিখা?]

টুইটারে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, নির্বাচনী বিধি কার্যকর হওয়ার পর স্বাস্থ্যদপ্তর পরিচালিত অ্যাম্বুল্যান্সে জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যিনি আবার এই নির্বাচনের প্রার্থী হয়েছেন। এর পরই বিজেপি নেতা অমিত মালব্যর প্রশ্ন, এ বিষয়টা নির্বাচন কমিশন দেখবে তো? রাজ্যের এখনও অনেক প্রকল্পেই মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। সে দিকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন : প্রতি সপ্তাহে প্রভাবশালীদের টাকা পৌঁছে দিতেন ধৃত বামাপদ! কয়লা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

প্রসঙ্গত, দিন কয়েক আগে ভ্যাকসিন সার্টিফিকেট এবং পেট্রল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে আপত্তি করেছিল তৃণমূল। তারা নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছিল। এবার সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর ছবি থাকা নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপিও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement