স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত নির্বাচনে যে সব আসনে প্রার্থী দিতে পারবে না, সেখানে মহাজোটের পথেই হাঁটতে চলেছে বিজেপি! নিচুতলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে তলেতলে জোটের বিষয়টি প্রকারান্তরে মেনে নিল গেরুয়া শিবির। আসন্ন পঞ্চায়েত ভোটে যেখানে প্রার্থী দিতে পারবে না দল সেখানে কৌশলগত অবস্থান নেওয়া হবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মন্তব্য, বাম-কংগ্রেসকে সমর্থনেরই যে ইঙ্গিত তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
শুক্রবার সুকান্তকে প্রশ্ন করা হয়, বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না বলেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে ভোটকে পিছিয়ে দিতে চাইছে বলে শাসকদল অভিযোগ করছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে বলে দিক তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। আর আমরা (BJP) কত জায়গায় প্রার্থী দিতে পারছি বা পারব না সেটা নিয়ে তৃণমূলের চিন্তার কী আছে। আমরা যেখানে প্রার্থী দিতে পারব না সেখানে তৃণমূলের পক্ষেই তো ভাল। বিজেপি সর্বত্র প্রার্থী দেবে।’’
এর পরই সুকান্তর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘যেখানে আমরা প্রার্থী দেব না, সেখানে কৌশলগত অবস্থান নেব।’’ তবে সেই কৌশলগত অবস্থান কী, সেটা খোলসা না করে তিনি বলেন, ‘‘এটা ক্রমশ প্রকাশ্য।’’ রাজনৈতিক মহল মনে করছে, সুকান্তর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুঝতে কারও অসুবিধা নেই যে, পঞ্চায়েত ভোটে যেসব আসনে সিপিএম (CPIM) শক্তিশালী সেখানে তাদের সঙ্গে তলেতলে জোট করবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) প্রায়শই মহাজোটের ইঙ্গিত দিচ্ছেন। ফলে পঞ্চায়েতে নিচুতলায় রামধনু জোটের বিষয়টিই ফের সামনে চলে এল।
এদিকে, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়েও শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার এদিন বলেছেন, পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হওয়া উচিত। কিন্তু কোর্ট না চাইলে আমাদের কিছু করার নেই। রাজ্য নির্বাচন কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী না চায়, তাহলে হিংসার ঘটনার দায় কমিশনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত। বাহিনী নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘রামনবমীতে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। গন্ডগোল হতে দিয়েছিল। হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী আসতেই সব ঠান্ডা। পঞ্চায়েত ভোট অবশ্যই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হওয়া উচিত।’’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘সভ্য সমাজে যদি বন্যপ্রাণী ঢুকে যায় তাহলে তখন বনকর্মী ডাকতে হয়। তাদের জন্য সারা বছর থাকবে নাকি। তবে মুঙ্গের বাহিনী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জিন্দাবাদ বলেছে কি না সেটা দিলীপ ঘোষ বলতে পারবেন। তবে বিজেপির এই তাণ্ডব বন্ধ হয়েছে রাজ্য প্রশাসনকে সামনে রেখে বাহিনী নামিয়ে। বিজেপিকে তাদের ফাঁদেই বন্দি করেছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.