Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ভূতুড়ে ভোটার তৈরিতে এজেন্সি পাঠিয়েছে বিজেপি! নাম কী? কীভাবে কাজ? ‘বাংলা দখলে’র ষড়যন্ত্র ফাঁস মমতার

'যারা এই কাজ করেছে, আমি তাদের হাতেনাতে ধরব', হুঙ্কার মমতার।

BJP used agency to register fake voters in WB, alleges Mamata Banerjee
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2025 1:07 pm
  • Updated:February 27, 2025 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভূতুড়ে’ ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলা করছে বিজেপি। নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ চলছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মেগা বৈঠকের মঞ্চ থেকে গেরুয়া শিবিরের চক্রান্ত ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের আরও একবার সতর্কও করলেন তিনি।

মমতা বলেন, “ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা না হলে ইলেকশনের কোনও প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে। আমি যতদূর জানতে পেরেছি অ্যাসোসিয়েশন অফ ব্রিলিয়ান্ট মাইন্ডস, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে দুটি এজেন্সি আছে। তারা ডেটা অপারেটদের কাছে গিয়ে নিয়েছে। কিছু বিএলআরও-কে সাথে নিয়ে অনলাইনে কারসাজি করেছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোক যখন ভোট দিতে যাবে বাইরের ভোটারের নামে চলে যাবে।” তৃণমূল নেত্রীর আরও দাবি, “বাংলার ভোটার তালিকায় হরিয়ানার নাম। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটার বাড়ানো হয়েছে। মুর্শিদাবাদের ভোটারগুলিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নিয়ে আসবে। মুর্শিদাবাদের নেতারা সতর্ক থাকুন।”

Advertisement

তিনি আরও বলেন, “আধার কার্ড কেলেঙ্কারি করেছে। বাংলা দখলের খেলা চলছে। ভূতুড়ে ভোটার দেখে নিন নইলে যেকোনও দিন এনআরসি, CAA করে আপনাকে বাদ দিয়ে দেবে।
নির্বাচন কমিশনের আশীর্বাদে কেলেঙ্কারি হচ্ছে।” মমতার হুঁশিয়ারি, “অনেক বিএলআরও ভালো করে কাজ করেননি। যারা এই কাজ করেছে, আমি তাদের হাতেনাতে ধরব।” ভোটার তালিকা ‘ভূতুড়ে’ ভোটার মুক্তির জন্য ১০ দিনের ডেডলাইন বেঁধে দেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি গড়ে দেন। এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষনেতৃত্ব। জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও জানান মমতা। উল্লেখ‌্য, বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইন ভোটার তালিকার নামে কারসাজির অভিযোগে সরব হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement