Advertisement
Advertisement

Breaking News

BJP

খাস কলকাতায় বিজেপির মিছিলে চরম উত্তেজনা, শুভেন্দু-অর্জুনকে লক্ষ্য করে জুতো, ঝাঁটা

হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

BJP-Trinamool Congress supporters clash in Kolkata during 'saffron rally'|SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2021 5:33 pm
  • Updated:February 24, 2021 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল আমহার্স্ট স্ট্রিট। তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, ঝাঁটা। চরম উত্তেজনা এলাকায়। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি নেতারা। আমহার্স্ট স্ট্রিট থানার অদূরে এই ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে অভিযোগ। 

হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল বিজেপির। সেই মিছিলের শুরুতেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শামিল হন মিছিলে। ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে। তাঁদের রোড শো এগিয়ে যাওয়ার পথেই নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো। গাড়িতেও ভাঙচুর করা হয়। অভিযোগের তিরে তৃণমূল কর্মীরা। দু’পক্ষের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে সংলগ্ন কলেজটিতেও। পরে পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতাদের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ”বিজেপির বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে তৃণমূল। তা আটকানোর জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না।” অন্যদিকে, সিটি কলেজে অশান্তির প্রতিবাদে পোস্ট অফিসের সামনে অবরোধ শুরু করেন তৃণমূল সমর্থকরা।

Advertisement

[আরও পড়ুন: মোদির ব্রিগেডে ১০ লক্ষ জমায়েতের টার্গেট বিজেপির, বাড়ি বাড়ি যাচ্ছে আমন্ত্রণপত্র]

রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে নানা জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁচড়াপাড়া ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি নেতা, কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবার খাস কলকাতাতেই রোড শো করতে গিয়ে হামলার মুখে বিজেপি নেতৃত্ব। তবে তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  প্রসঙ্গত এর আগে ২০১৯এ লোকসভা ভোটের সময় প্রচার চলাকালীন এই এলাকাতেই অমিত শাহর রোড শো ঘিরে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে, যা পরবর্তীতে বড়সড় এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। এবার একুশের ভোটেও প্রায় একই এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ সামনে এল। 

[আরও পড়ুন: পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি রাকেশ সিংয়ের, ধুন্ধুমার আলিপুর আদালত চত্বর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement