রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। আগামী বছরেই হবে ভোটাভুটি। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে শাসক-বিরোধী আক্রমণ-পালটা আক্রমণের ঝাঁজ। রাজনৈতিক লড়াই এবার টি-শার্টেও। তৃণমূলের ‘সব বেচে দে’র পালটা ‘যমের দুয়ারে সরকার’ টি-শার্ট পরে এবার দেখা গেল বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের।
কলকাতায় থাকলে প্রায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে নিউটাউনের ইকো পার্কে (Eco Park) যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরাও। প্রত্যেকেরই পরনে ছিল একটি করে টি-শার্ট। আর তার পিঠেই লেখা ছিল ‘যমের দুয়ারে সরকার’। উল্লেখ্য, দিনকয়েক আগে বিজেপি রাজ্য সভাপতির প্রাতঃভ্রমণের সময় ‘সব বেচে দে’ টি-শার্ট পরে ইকো পার্কে দেখা গিয়েছিল তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের। তারই পালটা হিসাবে ‘যমের দুয়ারে সরকার’ টি-শার্টকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিনও রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, “এখন বিজেপির থেকে তৃণমূলে চমক বেশি। প্রতিদিন কিছু না কিছু ঘটছে।” রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের অন্দরে ভাঙন ক্রমশই জোরাল হচ্ছে। বাড়ছে ‘বিদ্রোহী’দের ভিড়। দলের একঝাঁক নেতৃত্ব কিংবা ভোটকৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অনেকেই। যা অক্সিজেন জোগাচ্ছে বিরোধীদের। ‘বিদ্রোহী’দের ভিড় বাড়ার ঘটনাকেই কার্যত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন বলেই মত বিশেষজ্ঞ মহলের। যদিও ঠিক কোন ব্যাপারকে ‘তৃণমূলের চমক’ বলে বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.