রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র নিয়ে হাজির হবেন বিজেপি নেতারা। মোদির (Narendra Modi) ব্রিগেডে যাওয়ার আমন্ত্রণ। শুধু বাড়ি বাড়ি আমন্ত্রণই নয়, ফোনেও আসতে পারে আমন্ত্রণ বার্তা, বাংলার পরিবর্তনের লড়াইয়ে শামিল হতে ব্রিগেডে চলুন। ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশ। গোটা রাজ্যের নজর যাতে ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকে, সেই পরিকল্পনা নিয়ে আজ থেকেই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ছে বঙ্গ বিজেপি।
মঙ্গলবার দলের হেস্টিংস অফিসে ব্রিগেডের সভার প্রস্তুতি নিয়ে কোর কমিটির দীর্ঘ বৈঠক হয়। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অমিত মালব্য, অরবিন্দ মেনন, মুকুল রায় (Mukul Roy), স্বপন দাশগুপ্ত, অমিতাভ চক্রবর্তী, অনির্বাণ গঙ্গোপাধ্যায়-সহ দলের শীর্ষনেতারা। দলীয় সূত্রে খবর, ২০২১-এর যুদ্ধ জিততে ব্রিগেডের সভায় ১০ লক্ষ জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। আর সেজন্য রাজ্যের ৭৮ হাজার বুথের প্রতি বাড়িতে যাবেন বিজেপি নেতারা। মোদির ছবি দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি ঘরে। এবার উত্তর ও দক্ষিণবঙ্গের দলের কর্মী-সমর্থকরা আসবেন ব্রিগেডে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “ব্রিগেডের সভায় সমাজের সব শ্রেণির মানুষ উপস্থিত থাকবেন। রাজ্যের সব বুথ থেকে অন্তত ১০ জন করে লোক আনার চেষ্টা করা হচ্ছে। আগামী ২ মার্চ থেকে রাজ্যজুড়ে ব্রিগেডের জনসভার প্রচার শুরু করবে গেরুয়া শিবির।”
৭ মার্চ কলকাতা স্তব্ধ করে দেওয়ার ভাবনা গেরুয়া শিবিরের। গোটা শহর জায়ান্ট স্ক্রিনে মুড়ে ফেলা হবে। গ্রামে গ্রামে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মোদির সভা। আবার ব্রিগেডের প্রস্তুতির প্রচারে গ্রামে গ্রামে বাইক মিছিল করবে যুব মোর্চা। গুরুদায়িত্ব মূলত রয়েছে দলের কলকাতা জোনের উপর। রাজ্যজুড়ে দলের যে পাঁচটি রথযাত্রা চলছে তার সমাপ্তিও হবে ব্রিগেডের ময়দানে। দু’ কোটি মানুষের কাছে রথ পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে আজ রাতে কলকাতায় পা রাখছেন জে পি নাড্ডা (JP Nadda)। বৃহস্পতিবার সকালে নিউটাউনের একটি হোটেলে ‘সোনার বাংলা’ প্রচার কর্মসূচির সূচনা করবেন তিনি। তারপর নৈহাটি যাওয়ার কথা। সেখানে মনীষীদের স্মরণে কর্মসূচি রয়েছে। এরপর বারাকপুরে পরিবর্তন যাত্রা কর্মসূচির দলীয় জনসভা করবেন। সন্ধ্যায় কলকাতায় বিশিষ্টজনদের নিয়ে একটি সেমিনার করার কথা রয়েছে। অর্থাৎ, ২৫ ফেব্রুয়ারি রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.