Advertisement
Advertisement
BJP

তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, টালিগঞ্জ থানায় বিক্ষোভ বিজেপির

দু'দলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

BJP supporters allege obstruction, gheraos Tollygunge police station
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 23, 2019 4:29 pm
  • Updated:March 23, 2019 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিক্ষোভ পালটা বিক্ষোভে শনিবার সকালে উত্তেজনা ছড়াল টালিগঞ্জ থানা চত্বরে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আবহ তৈরি হয়েছে। একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন প্রার্থী ও রাজনৈতিক কর্মীরা।  কোথাও আক্রমণের শিকার শাসকদলের কর্মীরা। কোথাও বিরোধীদের আক্রমণের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। প্রচার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলকাতার বুকেও। শনিবার সকালে প্রার্থীকে আক্রমণ ও দলীয় কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগেই টালিগঞ্জ থানার বাইরে বিক্ষোভ দেখান কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু-সহ কর্মী সমর্থকরা। পালটা অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন শাসকদলের কর্মীরাও। 

[এগিয়ে আসছে নির্বাচন, চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়]

জানা গিয়েছে, প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে শনিবার সকালে টালিগঞ্জ থানার সামনে হাজির হন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু। সঙ্গে ছিলেন প্রচুর কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, প্রচার ও দেওয়াল লিখনের ক্ষেত্রে তাদের বাধা দিচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে চন্দ্রকুমার বসু বলেন, “বিজেপিকে তৃণমূলের গুণ্ডারা তুলে নিয়ে গিয়ে মারধর করছে। কারণ, শাসকদল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই কারণেই এই ঘটনা ঘটে চলেছে।” ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূলের বিরোধিতায় স্লোগানও দেন তাঁরা। প্রায় আধ ঘণ্টা চলে বিক্ষোভ।

Advertisement

[নির্বাচনের আগে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]

বিজেপির বিক্ষোভের পালটা বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরাও। এদিন সকালে বিজেপির বিক্ষোভ চলাকালীন টালিগঞ্জ থানার বাইরে হাজির হন তৃণমূলের কর্মীরা। তাঁরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, শাসকদলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের পালটা অভিযোগ, বিজেপি কর্মীরাই আক্রমণ চালাচ্ছে তাঁদের উপর। মারধর করা হচ্ছে তাঁদের কর্মী-সমর্থকদের। পুলিশের মধ্যস্থতায় বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, দু’দলের তরফে গোটা বিষয়টি জানিয়ে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।           

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement