Advertisement
Advertisement

Breaking News

বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিলীপ ঘোষ

১৪ ঘণ্টা পরেও জ্বলছে বাগরি মার্কেট৷

BJP state president Dilip ghosh alleges conspiracy in Bagri market fire
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 16, 2018 6:25 pm
  • Updated:September 16, 2018 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়৷ বেশিরভাগ ক্ষেত্রেই আগুন লাগিয়ে দেওয়া হয়৷ কোটি কোটি টাকার কারবার চলে৷ মানুষ সর্বস্বান্ত হন৷ বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এদিকে ১৪ ঘণ্টার পার হয়ে গেল৷ এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ বরং বাগরি মার্কেটের ছ’তলায় ফের নতুন করে আগুন লেগেছে৷ এমনকী, মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা৷ আতঙ্কে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাগরি মার্কেট লাগোয়া এলাকার ব্যবসায়ীরা৷

[ বিধ্বংসী আগুন কলকাতার বাগরি মার্কেটে, বিপুল ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের]

Advertisement

নন্দরাম মার্কেটের পর বাগরি মার্কেট৷ ফের সেই বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ আগুন লেগেছে শনিবার মধ্যরাতে৷ নেভানো তো দুর অস্ত, রবিবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণেই আসেনি৷ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে বড়বাজারের বাগরি মার্কেট৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের ৩০টি ইঞ্জিন৷ কিন্তু, এলাকা এতটাই ঘিঞ্জি, যে দমকলের সবকটি ইঞ্জিন একসঙ্গে কাজ করতে পারছে না৷ ব্যবহার করা যাচ্ছে ল্যাডারও৷ ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকেলের দিকে ফের নতুন করে বাগরি মার্কেটের ছ’তলায় আগুনে শিখা দেখা গিয়েছে৷ শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ৷ মার্কেটে বেশ কয়েকটি জায়গা দেওয়ালের চাঙড় ভেঙে পড়েছে, ফাটল দেখা দিয়েছে দেওয়ালে৷ ফলে আতঙ্ক আরও বেড়েছে৷ বাগরি মার্কেটে ৪০০-টিরও বেশি দোকান আছে বলে জানা গিয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশিরভাগ দোকানই ভস্মীভূত হয়ে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি৷ পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ী৷ আতঙ্কে জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়ছেন বাগরি মার্কেট লাগোয়া এলাকার ব্যবসায়ীরা৷ সেনা নামানোর দাবিও উঠেছে৷

এদিকে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, শহরের পুরনো বাজারগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়৷ বেশিভাগ ক্ষেত্রে ইচ্ছা করে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ বাজারগুলিভাবে সঠিক রক্ষণাবেক্ষণ হয় না৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ মানুষ সর্বস্বান্ত হন৷

ছবি: আশুতোষ পাত্র

[ তীব্র ধোঁয়ায় ঢেকেছে বাগরি মার্কেট এলাকা, শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement