রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলের বুথ কমিটিতে লোক চেয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছিল বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন সেই আহ্বান করেছিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল গেরুয়া শিবিরে। শাসকদল তৃণমূলেরও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতাদের। এবার দলের সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ার খুঁজতেও রাজ্য বিজেপির ফেসবুক পেজে আহ্বান জানানো হল।
বিষয়টা ঠিক কী? বিজ্ঞাপন আকারেই দলের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গ বিজেপি ইউনিট খুব শীঘ্রই ৩টি শহরে আয়োজন করতে চলেছে সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ার্স মিট ‘জাগরণ’। আপনি যদি এই মিটিংয়ে যোগদান করতে চান তাহলে এখনই রেজিস্ট্রেশন করুন।” নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে এই আহ্বান জানিয়ে নিচে রেজিস্ট্রেশনের জন্য লিংকও দেওয়া হয়েছে। এটা নিয়েও প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে।
লোকসভা ভোটকে সামনে রেখে জেলায় জেলায় দলের সোশ্যাল মিডিয়া টিমকে আরও বেশি জোরদার করে তুলতে চাইছে বিজেপি। দলের বাছাই করা ‘টেকস্যাভি’ কর্মীদেরই সোশ্যাল মিডিয়া টিমে নেওয়া হয়ে থাকে। দলেরই একাংশের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় কাজ করানোর জন্য পার্টিতে কি কর্মীর অভাব পড়েছে? তাই কি স্বেচ্ছাসেবক হওয়ার জন্য সমাজ মাধ্যমে পোস্ট করে আমজনতাকে আহ্বান জানানো হচ্ছে? এই বিষয়ে অবশ্য পরিষ্কার করে কোনও মন্তব্য করতে চাননি গেরুয়া শিবিরের কোনও নেতাই। অন্যদিকে, তৃণমূল নেতাদের কটাক্ষ, বিজেপির কর্মীই নেই। তাই বিজ্ঞাপন দিয়ে দলের কাজের জন্য লোক ডাকতে হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.