ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটের দশকের শেষ দিকে রথযাত্রা দিয়েই দেশের সংশোধিত রাজনীতিতে নিজেদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করেছিল বিজেপি। এবার বঙ্গে একুশের নির্বাচনের আগে জনসংযোগ ঘটাতে সেই পথেই হাঁটছে গেরুয়া শিবির। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে গোটা বাংলায় রথযাত্রার আয়োজন করা হচ্ছে। পোশাকি নাম ‘পরিবর্তনের রথযাত্রা’। ইতিমধ্যেই বিজেপির তরফে প্রস্তাবিত যাত্রাপথ প্রকাশ করা হয়েছে। এবার মুখ্যসচিবের কাছে রথযাত্রার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হল।
বাংলা দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে নিজেদের পরীক্ষিত রথযাত্রার রাজনীতি ২০-২৫ দিন ধরে চালানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। যাত্রাপথ অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মোট পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তনের রথযাত্রা বের হবে। যেগুলি ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। নবদ্বীপ থেকে যাত্রার সূচনা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তাঁর হাত দিয়ে আরও একটি রথযাত্রার সূচনা হবে।
জানা গিয়েছে, বাকি তিনটি রথযাত্রার সূচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্য পরিবর্তনের রথযাত্রাগুলির যাত্রা শুরু হবে কোচবিহার, কাকদ্বীপ, ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে। ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপের যাত্রা শুরু হয়ে শেষ হবে কলকাতায়। এদিকে তারাপীঠের যাত্রা শুরুর কথা ৯ ফেব্রুয়ারি।
যাত্রাপথ চূড়ান্ত হয়ে গেলেও তার অনুমতি এখনও মেলেনি। আর সেই অনুমতি পেতেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রয়োজনীয় সময়ও চাওয়া হয়েছে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এ প্রসঙ্গে জানান, “৬ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন যাত্রার পরিকল্পনা রয়েছে। বিরোধী শিবিরের ভোট প্রচারের জন্য সব রাজ্যই অনুমতি দিয়ে থাকে। মুখ্যসচিবও বিষয়টি খতিয়ে দেখে আমাদের জানাবেন।” এই রথযাত্রার মধ্যে দিয়েই জনসভার পাশাপাশি মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য পদ্ম শিবিরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.