Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

ধর্মতলায় শাহী সভা ভরাতে কাড়ি কাড়ি টাকা খরচে ট্রেন ভাড়া! প্রশ্ন বিজেপির অন্দরেই

সূত্রের খবর, অমিত শাহর ধর্মতলার সভার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বঙ্গ বিজেপি।

BJP 'rents' train to bring people to Amit Shah's Kolkata rally | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 22, 2023 2:25 pm
  • Updated:November 22, 2023 2:26 pm  

স্টাফ রিপোর্টার: নিচু তলায় সংগঠন দুর্বল। জেলায় জেলায় কোন্দলে জর্জরিত দল।  পুরনো ও বিক্ষুব্ধ কর্মীরা বসে গিয়েছেন। তাই সংগঠনের এতটাই খারাপ অবস্থা যে আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সভায় কর্মী-সমর্থকদের জড়ো করা নিয়ে চিন্তায় বিজেপি। বঙ্গের গেরুয়া শিবির এতটাই চিন্তিত যে আস্ত আটটি ট্রেন ভাড়া করছে শাহী সভা ভরাতে।

দলীয় সূত্রে খবর, এই আটটি ট্রেনের জন্য কমপক্ষে ৫০ লক্ষ টাকা খরচ করছে গেরুয়া শিবির। এছাড়াও, বাস, লোকাল ট্রেন ও আনুষঙ্গিক আরও নানা খরচ নিয়ে দু-তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। গত বছরই রাজারহাটে প্রায় তিন কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ শিবির করেও নিট ফল শূন্য। তার পর কয়েক কোটি টাকা খরচ করে নবান্ন (Nabanna) অভিযানও ‘ফ্লপ’। এবার সামান্য ধর্মতলার সভার জন্য আবার কয়েক কোটি খরচ। যা নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। বিজেপির এক নেতা জানান, “ট্রেন ভাড়া করার টাকা রাজ্য পার্টি দেবে। শুনেছি একটা ট্রেন ভাড়া ৭ থেকে ৮ লক্ষ টাকা।”

Advertisement

[আরও পড়ুন: ফের বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ! টানা দেড় ঘণ্টা চলল জিজ্ঞাসাবাদ]

ব্রিগেডের মতো বড় সমাবেশ নয়, ধর্মতলায় সভা। আর সেখানে লোক ভরাতে উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক তুলে আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। দলের আদি শিবিরের প্রশ্ন, ধর্মতলা ভরাতেই হিমশিম অবস্থা দলের। শহর ও শহরতলির জেলায় কর্মী-সমর্থক দিয়ে ধর্মতলা চত্বর ভর্তি হবে না। তাই দূর দূর থেকে লোক আনতে হচ্ছে ট্রেন ভাড়া করে। দলের একাংশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকা খরচ করার যুক্তি কী?

দলীয় সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে দুটি ট্রেন আসবে। এই দুটি ট্রেন শিয়ালদহে এসে অপেক্ষা করবে। এখান থেকে আবার কর্মী-সমর্থকদের নিয়ে ফিরবে উত্তরবঙ্গে। বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, দক্ষিণবঙ্গে সংগঠনের এতটাই বেহাল অবস্থা যে উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে? কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে এভাবে আস্ত ট্রেন ভাড়া করা নিয়েও প্রশ্ন তুলেছে দলের একাংশ। বিজেপির (BJP) একটি সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গ থেকে খুব বেশি হলে হাজার পনেরো লোক আনার টার্গেট নেওয়া হয়েছে। যে উত্তরবঙ্গে শক্তিশালী সংগঠন বলে দাবি করেন বিজেপি নেতারা, সেখান থেকে লোক আনার টার্গেট মাত্র ১০ থেকে ১৫ হাজার কেন? এমনও প্রশ্ন দলের বিক্ষুব্ধ শিবিরের।

[আর পড়ুন: মধ্যরাতে NRS হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শ্লীলতাহানি, বেধড়ক মার! গ্রেপ্তার ৩]

বীরভূম ও বোলপুর থেকে ১টি ট্রেন, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলের জন্য দুটি ট্রেন, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরের জন্য ১টি ট্রেন, দুই মেদিনীপুরের জন্য দুটি ট্রেন। এছাড়াও, নদিয়া ও বনগাঁ থেকে দুটি লোকাল ট্রেন আসবে। দলীয় সূত্রে আরও খবর, প্রতিটি ট্রেনের ভাড়া বাবদ অগ্রিম ১ লক্ষ টাকা করে ইতিমধ্যে দেওয়াও হয়েছে।  সূত্রের খবর, অমিত শাহর ধর্মতলার সভার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বঙ্গ বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement