Advertisement
Advertisement

Breaking News

জানুয়ারিতে কলকাতায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা বঙ্গ বিজেপির

অগণতান্ত্রিকভাবে বিজেপিকে আটকানো যাবে না, হুঁশিয়ারি দিলীপের৷

BJP protest rally in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 25, 2018 6:35 pm
  • Updated:December 25, 2018 6:35 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আইনি জটে রথযাত্রা বিশ বাঁও জলে৷আগামী বছরের শুরুতে কলকাতায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি৷দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বিজেপিকে অগণতান্ত্রিকভাবে আটকানো যাবে না৷ ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচিতে শামিল হবেন দলের কর্মী-সমর্থকরা৷’ এদিকে ২৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের দিনও চূড়ান্ত হয়ে গিয়েছে খবর৷শোনা যাচ্ছে, কলকাতায় ব্রিগেড সমাবেশে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তবে রথযাত্রা নিয়ে আদালত কী রায় দেয়, তার উপরই সবকিছু নির্ভর করছে৷

এ রাজ্যে রথযাত্রা কর্মসূচিতে স্থগিতাদেশ জারি করে মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷কিন্তু হাই কোর্টে শীতকালীন ছুটি শেষ না হওয়া পর্যন্ত সিঙ্গল বেঞ্চে রথযাত্রা মামলার শুনানির সম্ভাবনা নেই৷ সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বঙ্গ বিজেপি৷ কিন্তু, দ্রুত শুনানির আরজি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ ফলে রথযাত্রা নিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির৷ মঙ্গলবার কলকাতায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শীতকালীন ছুটির পর ২ জানুয়ারি খুলবে আদালত৷ঘটনাচক্রে, তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচিতে শামিল হবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷বস্তুত, রথযাত্রার অনুমতি না পেয়ে হাওড়া, বসিরহাট-সহ বেশ কয়েকটি জায়গায় আইন অমান্য কর্মসূচি পালনও করেছে বিজেপি৷গেরুয়া শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি হয়েছে৷  

Advertisement

 [ বন্ধুদের সঙ্গে উদ্দাম মদ্যপান, নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ]

শুধু কলকাতায় আইন অমান্য কর্মসূচিই নয়, ২৯ জানুয়ারি বিজেপির ব্রিগেড সমাবেশের দিনও চূড়ান্ত বলে খবর৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মতি মিলেছে৷ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে রথযাত্রা মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে বিজেপি নেতৃত্ব৷ আদালতের রায়ের পরই আনুষ্ঠানিকভাবে ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে মঙ্গলবার কলকাতায় দলের রাজ্য দপ্তরের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করলেন রাজ্য বিজেপির নেতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement