Advertisement
Advertisement
Jyotipriya Mallick

‘গ্রেপ্তারির পরেও কেন মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয়?’, শাহী সুরে বিধানসভায় বিক্ষোভ বিজেপির

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক।

BJP protest at WB assembly on inclusion of Jyotipriya Mallick in cabinet । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 30, 2023 3:30 pm
  • Updated:November 30, 2023 6:03 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জ্যোতিপ্রিয়, অনুব্রতকে গ্রেপ্তারির পরেও কেন সাসপেন্ড করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে একই ইস্যুতে ফের সুর চড়াল বিজেপি। কেন এখনও মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয়, তা নিয়ে বিধানসভায় সরব গেরুয়া শিবিরের বিধায়করা।

রেশন দুর্নীতি মামলায় মাসখানেক আগে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। তা সত্ত্বেও কীভাবে মন্ত্রিসভায় থাকতে পারেন, সেই প্রশ্ন তোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী। তাঁর বরখাস্তের দাবি জানায় বিজেপি। এই নিয়ে মুলতুবি প্রস্তাব আনে গেরুয়া শিবির। প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে হইহট্টগোল শুরু করেন। বিধানসভায় ওয়াক আউট করে বেরিয়ে যান তাঁরা। একপ্রস্থ বিক্ষোভও দেখান।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, রাজের ঘরে এল ফুটফুটে সন্তান]

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বছরখানেক আগে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর পরই দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। তবে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল কিংবা রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এখনও শাসক শিবিরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বরং বার বারই তৃণমূল নেতা-কর্মীদের গলায় শোনা গিয়েছে তাঁদের সমর্থনের সুর। সম্প্রতি নেতাজি ইন্ডোরের মেগা সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলেরা চুরি করেছেন, তা বিশ্বাস করেন না বলেই জানান খোদ তৃণমূল নেত্রী। বুধবার অমিত শাহ একাধিক দুর্নীতি মামলায় জেলবন্দি নেতা-মন্ত্রীদের নাম উল্লেখ করে পালটা সুর চড়ান।
দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: তৃণমূল বিধায়ক ও ২ কাউন্সিলরের বাড়িতে CBI, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জোর তল্লাশি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement