Advertisement
Advertisement

বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় অমিত, এনআরসি ইস্যুতে পালটা কর্মসূচি বিজেপির

এগিয়ে আসতে পারে মোদির ব্রিগেডের জনসভা৷

BJP President Amit Shah Attends bengal Rath Yatra
Published by: Kumaresh Halder
  • Posted:August 4, 2018 3:30 pm
  • Updated:August 4, 2018 3:30 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘অল আউট’ আক্রমণের পথ প্রশস্ত করল গেরুয়া শিবির৷ দুর্বল সংগঠনের ভিত মজবুত করতে শনিবার জোড়া কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করল বিজেপি নেতৃত্ব৷ দিল্লি থেকে ২০ জন ‘নেতা’ আনিয়ে বাংলায় রথের রশিতে টান দিতে মরিয়া বঙ্গ বিজেপি৷ সব ঠিকঠাক থাকলে রথযাত্রার সূচনা করতে পারেন অমিত শাহ৷ চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি৷ আগামী ৩ ডিসেম্বর থেকে একমাস ব্যাপী চলবে বিজেপির এই রথযাত্রা৷ বিভিন্ন লোকসভা এলাকায় বিজেপি রথ ছোটানোর কর্মসূচি কর্মসূচির পাশাপাশি এনআরসি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রচারের নির্দেশ দিলেন কৈলাস বিজয়বর্গীয়৷

[এটিএমে নকল কি-প্যাড! নিরাপত্তারক্ষীর তৎপরতায় রক্ষা পেলেন ব্যাংকের গ্রাহকরা]

লোকসভা ভোটকে সামনে রেখে আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলায় রথযাত্রা শুরু করবে বিজেপি৷ টানা একমাস ধরে বিভিন্ন লোকসভা এলাকা ঘুরবে গেরুয়া রথ৷ বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই রথযাত্রা কর্মসূচিতে বাংলায় আসবেন৷ মোট ২০ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷ শনিবার সকালে ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

Advertisement

ইতিমধ্যেই রথযাত্রার রুটম্যাপ নিয়ে আলোচনা প্রায় শেষের পথে৷ কোন পথে, কীভাবে এই নিয়ে যাওয়া হবে, তাও একপ্রকার চূড়ান্ত করে ফেলেছেন বিজেপি নেতৃত্ব৷ জানা গিয়েছে, রথযাত্রায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের জেলা সভাপতি ও মোর্চা নেতারা। এনআরসি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পালটা প্রচার কী হবে, তা নিয়েও আলোচনা চলছে৷

[নিঃসঙ্গ রবীন্দ্রনাথকে নতুন করে চেনাল লা মার্টস বয়েজের পড়ুয়ারা]

জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর তারাপীঠ থেকে শুরু হবে প্রথম রথের যাত্রা। ৫ ডিসেম্বর কোচবিহার থেকে দ্বিতীয় রথ ও ৭ ডিসেম্বর গঙ্গাসাগর থেকে তৃতীয় রথ বেরোবে৷ রথযাত্রার সূচনা করতে পারেন অমিত শাহ৷ শেষ হবে ব্রিগেড এ মোদির সভা দিয়ে। তবে কবে মোদি ব্রিগেড সমাবেশের সময় দেবেন তা ঠিক হয়নি। ২৩ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা এগিয়ে ৯ জানুয়ারিও হতে পারে বলে খবর৷ এই নিয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক৷ অন্যদিকে, এনআরসি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে এখন থেকেই পালটাপ্রচারে নেমে পড়ার নির্দেশ দেন কৈলাস বিজয়বর্গীয়। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই পার্থক্য বোঝাতেই এই প্রচার বলে জানা গিয়েছে৷ একেবারে বুথস্তর পর্যন্ত সভা করবে বিজেপি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement