Advertisement
Advertisement

৫ রাজ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত অমিত শাহ, ফের পিছোল বিজেপির রথযাত্রা কর্মসূচি

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেরই রদবদল, জানাল রাজ্য বিজেপি৷

 BJP postpone Rath Yatra event
Published by: Tanujit Das
  • Posted:November 17, 2018 1:46 pm
  • Updated:November 17, 2018 6:47 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আবারও পিছোল রাজ্য বিজেপির রথযাত্রা কর্মসূচি৷ পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন অমিত শাহ, সেই কারণে রদবদল ঘটানো হল প্রথম দিনের কর্মসূচিতে৷ ৫ ডিসেম্বরের পরিবর্তে দিন বদলে করা হল ১৪ ডিসেম্বর৷ কিন্তু পরবর্তী দু’দিন অর্থাৎ ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বরের কর্মসূচিতে কোনও বদল ঘটানো হয়নি৷ এই দু’দিন নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থান থেকেই হবে রথযাত্রা৷

[‘বন্দিদশা’ থেকে মুক্তি, ঘরে ফিরলেন মালয়েশিয়ায় আটকে পড়া শ্রমিক]

Advertisement

রাজ্য বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রথযাত্রা শুরুর দিন বদলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কারণ হিসাবে তুলে ধরা হয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির ব্যস্ততাকে৷ পূর্ববর্তী সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে এই কর্মসূচির সূচনা হওয়ার কথা ছিল৷ সূচনা করতেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কিন্তু, তখন রাজস্থান ও তেলেঙ্গানায় ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন শাহ৷ ফলে তাঁর কলকাতায় না আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল৷ তাই পিছিয়ে দেওয়া হল প্রথম দিনের কর্মসূচিকে৷ কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ তবে কোনও বদল ঘটানো হচ্ছে না, ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বরে কর্মসূচিতে৷ এই দু’দিন নির্ধারিত সূচি অনুযায়ী, যথাক্রমে কোচবিহার ও কাকদ্বীপ থেকে ছাড়বে দুটি রথ৷ এই রদবদলের ফলে বিজেপির রথযাত্রা কর্মসূচি শুরুর দিন ও স্থান ধার্য হল ৭ ডিসেম্বর, কোচবিহার৷ ওইদিন কোচবিহার থেকেই রথযাত্রার শুভসূচনা করবেন সর্বভারতীয় সভাপতি৷ উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল-সহ একাধিক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও বিজেপি শাসিত অন্য রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীদের৷ তবে এই প্রথম নয়, এর আগেও বিজেপির রথযাত্রা কর্মসূচি পিছোয়৷ আগে এই কর্মসূচি শুরুর দিন ছিল ৩ ডিসেম্বর৷ প্রথমে তা বদলে ৫ ডিসেম্বর করা হয়৷ এবার তাতেও বদল ঘটানো হল৷

[রাজ্যের প্রথম লোকায়ুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়]

এই রথযাত্রা কর্মসূচিকে নিয়ে প্রথম থেকেই রাজ্য প্রশাসনের সঙ্গে কাজিয়া চলছে বিজেপির৷ এই কর্মসূচিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রথযাত্রাকে ‘রাবণ যাত্রা’ বলে কটাক্ষ করেছেন তিনি৷ এই রথকে হাতিয়ার করেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি৷ লোকসভা নির্বাচনের আগে এই রথযাত্রা দিয়েই রাজ্যে আনুষ্ঠানিক প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির৷ এরপর আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে হতে চলেছে বড় জনসভা৷ যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement