Advertisement
Advertisement

Breaking News

বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিজেপি কর্মীদের রুখতে জল কামান ব্যবহার করল পুলিশ, থোঁড়া হল কাঁদানে গ্যাসের সেল৷

BJP-Police clash on Kolkata's Central Avenue on CESE Building Abhiyan
Published by: Tanujit Das
  • Posted:September 11, 2019 1:36 pm
  • Updated:September 11, 2019 3:16 pm  

মণিশংকর চৌধুরী ও শুভজিৎ মণ্ডল: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ৷ চাঁদনী চকের ই-মলের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা৷ তাদের থামাতে লাঠি চার্জ করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল৷ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ৷

[ আরও পড়ুন: বিপর্যয়ের জের, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বউবাজারের গৃহহীন বৃদ্ধার ]

Advertisement

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে রাজ্য বিজেপি দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস বা সিইএসসি ভবন পর্যন্ত এই মিছিলের আয়োজন করে রাজ্য বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা৷ সামনে থেকে মিছিলে নেতৃত্ব দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ মিছিল চাঁদনী চকের ই-মেলর কাছে এলে, তাঁদের আটকায় পুলিশ৷ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়৷ এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের৷ গেরুয়া শিবিরের কর্মীদের থামাতে অবশেষে জল কামান ব্যবহার করে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি সেল৷ তাতেও কাজ না হলে, এলোপাথাড়ি লাঠি চার্জ করে পুলিশ৷ ঘটনায় মাথা ফেটেছে এক বিজেপি কর্মী৷ আহত হয়েছেন অনেকে৷ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ৷

[ আরও পড়ুন: ‘বাংলায় এনআরসি হবেই’, কলকাতায় এসে জোর গলায় বলে গেলেন স্মৃতি ইরানি ]

পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলকে অশান্ত করে তোলার অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব৷ তাদের অভিযোগ, মিছিলকে বিশৃঙ্খল বানাতে প্ররোচিত করেছে পুলিশ৷ এছাড়া সিইএসসি কর্তৃপক্ষ তথা গোয়েঙ্কা গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, অন্য রাজ্যে কম টাকায় বিদ্যুৎ পরিষেবা দিতে পারলেও, এ রাজ্যে কেন বেশি টাকা বিদ্যুতের মাশুল নেওয়া হয়৷ দেবজিৎ সরকার বলেন, ‘‘বিদ্যুতের মাশুল নির্দিষ্ট করতে গ্লোবাল টেন্ডার ডাকতে হবে সিইএসসি কর্তৃপক্ষকে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement