Advertisement
Advertisement
তর্পণ

এবারও রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিজনদের তর্পণ করানোর ভাবনা বিজেপির

তর্পণ কর্মসূচি নিয়ে শাসকদলকে পালটা চাপে রাখতে চাইছে গেরুয়া শিবির।

BJP planned to perform tarpan in Bagbazar ghat day before Mahalaya ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 14, 2020 10:51 pm
  • Updated:September 14, 2020 10:51 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিজনদের নিয়ে এসে এবারও গঙ্গার ঘাটে তর্পণ (Tarpan) করানোর পরিকল্পনা বিজেপির। আগের বছর প্রায় একশো শহিদের পরিবারকে এনে বাগবাজার ঘাটে মহালয়ার দিন তর্পণের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। যেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবারও বাগবাজার গঙ্গার ঘাটেই হবে। তবে খুবই ছোট আকারে হবে কর্মসূচি। কোভিডের বিধিনিষেধ থাকায় ভিড় এড়াতে মহালয়ার আগের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর তর্পন হবে।

রাজ্য বিজেপির (BJP) সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত অক্টোবর থেকে দলের যাঁরা শহিদ হয়েছেন সেরকম ১৫টির মতো শহিদ পরিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আসবেন। বেশি ভিড় করা যাবে না। তাই উত্তরবঙ্গকে বাদ রাখা হচ্ছে। এই তর্পণে ভারচুয়ালি অংশ নেওয়ার কথা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন-সহ রাজ্য নেতারা। সংসদের অধিবেশন চলার কারণে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় সাংসদদের উপস্থিত থাকার সম্ভাবনা কম।

Advertisement

[আরও পড়ুন: ভাল চিকিৎসার বিনিময়ে ঘুষ চাইলেন কলকাতার নার্সিংহোমের ডাক্তার! রোগীর অভিযোগে শোরগোল]

বাংলায় রাজনৈতিক হিংসাকে দলের কর্মীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে বিজেপি। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক হিংসা অন্যতম ইস্যু তাদের। শহিদ পরিবারের সদস্যদের কলকাতায় নিয়ে এসে তর্পণ কর্মসূচি নিয়ে শাসকদলকে পালটা চাপে রাখতে চাইছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: রাম মন্দির নিয়ে পোস্ট করায় খুনের হুমকি, হাই কোর্টের দ্বারস্থ মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement