Advertisement
Advertisement

Breaking News

কলকাতা পুরসভার মেয়র পদে মীনাদেবী পুরোহিতকে প্রার্থী করল বিজেপি

বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

BJP pitches Mina Devi Purohit for Kolkata Mayor post
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 28, 2018 4:56 pm
  • Updated:November 28, 2018 4:56 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জেতার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু, কলকাতা পুরসভার মেয়র পদে প্রার্থী দিচ্ছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। একসময়ে তিনি পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। মেয়র নির্বাচনে বামেদের অবস্থান এখনও স্পষ্ট নয়। কাউন্সিলর রত্না রায় মজুমদারকে মেয়র পদপ্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বামেরা প্রার্থী দিক বা না দিক, কলকাতা পুরসভার মেয়র পদে যে ভোটাভুটি হচ্ছেই, তা নিশ্চিত। এদিকে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

[বাংলার মন পেতে রথযাত্রায় বিজেপির হাতিয়ার রবীন্দ্র সংগীত]

Advertisement

কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচন হবে ৩ ডিসেম্বর। ২৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। এদিন দুপুরে বিপুল উচ্ছ্বাস ও উন্মাদনার মধ্য দিয়ে পুরভবনে পৌঁছান তৃণমূল প্রার্থী ও ভাবী মেয়র ফিরহাদ হাকিম। ফুল-মালা দিয়ে তাঁকে বরণ করেন মেয়র পারিষদ ও কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, অতীন ঘোষ, দেবাশিস কুমারদের সঙ্গে কথা বলেন ফিরহাদ। এরপর চার সেট মনোনয়নপত্রে স্বাক্ষর করে পুর সচিবের কাছে জমা দেন তিনি। মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম বলেন, “নস্টালজিয়ায় ডুবে যাচ্ছি আমি। এক সময় কাউন্সিলর হয়ে এই পুর ভবনের বিভিন্ন ঘরে মানুষের কাজ নিয়ে ঘুরে বেড়িয়েছি। মেয়র পারিষদ (রাস্তা) হিসাবে একের পর এক বৈঠকে কলকাতার পরিকাঠামো গড়ে তুলেছি। এবার দলের নির্দেশে সেই পুরসভায় মেয়রের দায়িত্ব পালন করতে হবে। এটা সৌভাগ্য।” জানা গিয়েছে, ৮২ নম্বর ওয়ার্ড থেকে উপনির্বাচনে লড়বেন ফিরহাদ হাকিম। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই অব্যাহতি চাইছিলেন ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রণব বিশ্বাস।

তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমই যে কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হচ্ছেন, তা সন্দেহের কোনও অবকাশ নেই। তবে মেয়র পদে ভোট হবে। বুধবার মনোনয়নপত্র তুলেছেন উত্তর কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। কলকাতার পুরসভার ১৪৪ জন কাউন্সিলরের মধ্যে ১২২ জনই তৃণমূলের। তাই বিরোধীদের মেয়র পদপ্রার্থী খড়কুটোর মতো উড়ে যাবেন, তা বলাই বাহুল্য।

[ একের পর এক অগ্নিকাণ্ডের জের, সব বহুতলে বাধ্যতামূলক হচ্ছে ফায়ার অডিট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement