Advertisement
Advertisement
Suvendu Adhikari

শক্তি কম, রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না BJP, জানালেন Suvendu Adhikari

তৃণমূল প্রার্থী করেছে জহর সরকারকে।

BJP not to contest for Rajya Sabha seat, says Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2021 7:37 pm
  • Updated:July 28, 2021 7:44 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: মাস পাঁচেক আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন দিনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। এবার সেই পদে উপ নির্বাচন। প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত IAS জহর সরকারকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। বুধবার এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বুধবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন শাসকদলের সঙ্গে অনেকটা ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে এদিন দুপুরেই বিধানসভায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জহর সরকার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাশেই ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রার্থী হওয়া প্রসঙ্গে জহরবাবু বলেন, “যা চলছে তা দেখে চুপ করে থাকা যায় না। ধর্মীয় নিরপেক্ষতার ওপর আঘাত এসেছে। রাজনীতি কখনও করিনি। তবে ডিমানিটাইজেশন (Demonetisation) ও জিএসটির বিরোধিতা করেছি। লিখেছি। যা এতদিন লিখেছি, এবার তা একটি মঞ্চে বলার সুযোগ পাব। ১৬ বছর দিল্লিতে কাজ করেছি। আর এখানেও বাদুর ঝোলা হয়ে বাসে চড়েছি। এ রাজ্যের কথা যেভাবে দিল্লিতে বলা দরকার, তেমন গভীরে গিয়ে আলোচনা হয় না। অনেকেই ছিলেন, অনেকেই আছেন। এই দুটি ব্যাপারেই কাজ করতে পারলে ভাল লাগবে।” 

Advertisement

[আরও পড়ুন: Post Poll violence: NHRC’র ৯৫১ পাতা রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যকে আরও সময় দিল হাই কোর্ট]

উল্লেখ্য, দিনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন হবে আগামী ৯ আগস্ট। জহর সরকারের জয় যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না। বহুদিন ধরেই রাজ্যের ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন এই আমলা। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দড়ি টানাটানির সময়ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement