Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumder

ইডি তলবের পর দেখা নেই সায়নীর! ‘এবার সায়নী অন্তর্ধান রহস্য বেরবে’, খোঁচা সুকান্তর

আর কী বললেন সুকান্ত মজুমদার?

BJP MP Sukanta Majumder slams Saayoni Ghosh over ED summon | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2023 1:37 pm
  • Updated:June 29, 2023 2:30 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নোটিশ পাঠিয়েছে ইডি। তারপর থেকে একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। কোথাও প্রতিক্রিয়াও দেননি। সেই ইস্যুতে সায়নী ঘোষকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি। বললেন, “এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য।”

প্রায় একবছরেরও বেশি সময় ধরে রাজ্য-রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। একাধিক তাবড় তাবড় তৃণমূল নেতা বর্তমানে এই মামলায় জেলবন্দি। এদিকে তাঁদের জেরা করে রহস্যের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারী। নাম জড়াচ্ছে একাধিকজনের। সেই তালিকার নতুন সংযোজন সায়নী ঘোষ। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। অভিযোগ, তারপর থেকেই নাকি কোথাও দেখা মিলছে না সায়নী ঘোষের। বাতিল করেছেন একাধিক কর্মসূচি। সেই প্রসঙ্গেই এবার সায়নীকে বিঁধলেন সুকান্ত। তিনি বলেন, “উনি বোধ হয় ভয় পেয়েছেন। এরপর সিনেমা বেরবে সায়নী অন্তর্ধান রহস্য।”

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নাকি তৃণমূল, রাজ্যসভা নির্বাচনে নওশাদের ভোট কার দিকে? তুঙ্গে জল্পনা]

কুন্তলের টাকার গাড়ি চড়েন সায়নী ঘোষ, এমনই দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। তিনি বলেন, “শুনেছি সায়নী যে গাড়ি চড়েন সেটা কুন্তলের টাকায় কেনা। কিন্তু কেন এরকম একজন অভিয়ুক্তের টাকায় গাড়ি চড়েন সায়নী, সেটা উনি বলতে পারবেন।” প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা সায়নীর। তিনি যান কি না, সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: রাজ্যসভার নিশ্চিত আসনে প্রার্থী হতে বঙ্গ বিজেপিতে দ্বন্দ্ব! স্বপনকে আটকাতে মরিয়া মিঠুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement