সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি চাঁচাছোলা ভাষায় রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও প্রবীর ঘোষালকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার তার পালটা দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল নেতাদের লাগাতার কুকথা প্রসঙ্গে বললেন , “বাঁশ আলাদা হলেও ঝাড় তো একটাই।”
ভোট যতই এগিয়ে আসছে প্রতিপক্ষকে ততই কড়া ভাষায় আক্রমণ করছেন রাজনৈতিক নেতারা। কখনও আবার ব্যক্তিগত আক্রমণও করছেন। যা নিয়ে বিতর্কও তৈরি হচ্ছে। রবিবার উত্তরপাড়া থেকে প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ ছুঁড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভদ্রলোকের রক্ত শরীরে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়াক প্রবীর ঘোষাল। রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব।” রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেও কার্যত একই কথা বলেছিলেন তিনি। হুঙ্কার ছেড়ে বলেছিলেন, “ক্ষমতা থাকলে ডোমজুড় থেকে দাঁড়াও।” রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের পালটা দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। শাসকদলের নেতাদের লাগাতার কুকথা প্রসঙ্গে বললেন, “আমরা নাকি বাংলার সংস্কৃতি বুঝি না। যাঁরা সংস্কৃতির দোহাই দিয়ে ভাল ভাল কথা বলে ক্ষমতায় এসেছিল, মানুষ তাঁদের চিনে গিয়েছে। বাঁশ আলাদা হলে কী হবে, ঝাড় তো একটাই। যে ক’জন ভদ্রলোক ছিলেন তাঁরা ওই দল থেকে বেরিয়ে এসেছেন।”
প্রসঙ্গত, শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন, শেষ কয়েকদিনে কুকথার কারণে তৃণমূলের একাধিক নেতার নাম শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি মেদিনীপুরে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে দেখা দিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সৌগত রায় থেকে অনুব্রত মণ্ডল কমবেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে প্রত্যেককেই। একইভাবে বিজেপি নেতারাও বেলাগাম মন্তব্য করেছেন বিরোধী শিবিরের নেতা প্রসঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.