ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহ আসার আগেই চমকের ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ খুললেন সৌমিত্র খাঁ’র কুকথা প্রসঙ্গেও।
প্রায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরিয়ে নানা ইস্যুতে শাসকদল, মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন রাজ্য বিজেপির সভাপতি। শুক্রবারও তার অন্যথা হল না। এদিন ইকোপার্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নেন দিলীপ। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। বলেন, “মমতা কোনও প্রতিশ্রুতি পালন করেননি। সেই কারণে মানুষ হতাশ হয়ে গিয়েছে। সকলের সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে।” পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, “ওরা অনেক সহ্য করেছে। এভাবে চলতে পারে না।” ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের সুবিচারের চেষ্টা করবেন বলেও এদিন জানান দিলীপ। সরব হন পে কমিশন নিয়ে। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী নিজের সুবিধা করতে গিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন।
সম্প্রতি অভিনেত্রী সায়নী ঘোষ প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “যে ধরনের লোক, তার সঙ্গে সেভাবে কথা বলা উচিত। তবে সকলকে সাবধান থাকতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। সেটা মাথায় রাখতে হবে।” এরপরই অমিত শাহের সফরে চমকের ইঙ্গিত দেন মেদিনীপুরের সাংসদ। এই চমক কি একাধিক হেভিওয়েটের বিজেপি শিবিরে যোগদান? তা স্পষ্ট না করলেও এদিন দিলীপ ঘোষ বলেন, “বিজেপি মানেই চমক। বহু নেতা গেরুয়া শিবিরে আসবে। অপেক্ষা করুন।” ঠিক কী হতে চলেছে শাহর সফরে? সেই দিকে তাকিয়ে সকলে। উল্লেখ্য, আজ অর্থাৎ শুক্রবার রাত ১১ কলকাতায় পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ ও ৩১ তারিখ থাকবেন বঙ্গে। এই দু’দিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.