Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘ভাতা আমরা চাই না’, বিধায়কদের বর্ধিত বেতন নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা শুভেন্দুর

অন্য খাতে বাড়তি টাকা দেওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী।

BJP MLAs including Suvendu Adhikari opposed the decision of salary hike announced by CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 7, 2023 5:50 pm
  • Updated:September 8, 2023 1:45 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুজোর আগে রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধির সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ছে তাঁদের। এতদিন মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। পূর্ণমন্ত্রীরা পাবেন এবার থেকে দেড় লক্ষ টাকা। প্রতিমন্ত্রীদের বেতন বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ লক্ষ টাকা। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার রাজভবনে দাঁড়িয়ে এ বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ”বাড়তি ভাতা আমরা চাই না।”

পয়লা বৈশাখেই ‘বাংলা দিবস’ (Bangla Divas) পালিত হবে, এই প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে বৃহস্পতিবার। ১৬৭-৬২ ভোট পড়েছে। এরপরই বিরোধী দল পূর্বঘোষণামতো রাজভবনে (Rajbhaban) যায়। রাজ্য সরকারের তরফে প্রস্তাবে সইয়ের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হলে তিনি যেন সই না করেন, এই আবেদন ছিল শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তাঁকে বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানান, ”আমরা বারবারই বলে আসছি, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ারদের সম কাজে সম বেতন নীতি করা হোক। ৫০০, ১০০০-এর ভাগাভাগি না করে সব মহিলার জন্য মাসে ২০০০ টাকা দেওয়া হোক। এই বাড়তি বেতন দিয়ে সেসব করা হোক। আমাদের বাড়তি ভাতা চাই না।”

Advertisement

[আরও পড়ুন: ‘৯৯% পয়লা বৈশাখের পক্ষে’, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিধানসভায় পাশ ‘বাংলা দিবস’ প্রস্তাব]

উল্লেখ্য, আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৫০০টাকার বদলে ২ হাজার টাকা দেওয়া হবে। এবার বিধায়কদের বেতন বৃদ্ধির খবর শুনে তিনি বলেন, ভাতা তাঁদের চাই না। বরং মহিলাদের মাসিক ৫০০ টাকার ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করা হোক। কিন্তু শুভেন্দুর এই মত কি বিজেপির সকলেরই? তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: ‘সনাতন’ বিতর্কের মধ্যেই মন্দির নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, কী বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement