Advertisement
Advertisement
Suvendu Adhikari

ফের কমিশনারের কাছে নালিশ শুভেন্দুর, উঠল পূর্ব মেদিনীপুরের সুপারকে সরানোর দাবিও

একাধিক অভিযোগ নিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী।

BJP MLA Suvendu Adhikari met State Election Commissioner | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 27, 2023 8:43 pm
  • Updated:June 27, 2023 8:43 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়: আবারও একাধিক অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের জেলা পরিষদের বিজেপি প্রার্থী পিঙ্কি হালদারকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের অফিসে যান বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে তিনি জানান, পিঙ্কি হালদারকে গত ২৫ শে জুন ডায়মন্ড হারবারের তৃণমূলের গুন্ডাবাহিনী ভয় দেখিয়ে তৃণমূলের মিছিলে হাঁটতে বাধ্য করেছিল। পুরো বিষয়টি কমিশনারকে জানিয়েছেন তিনি। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সুপারকে সরানোর দাবিও তোলেন তিনি।

নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) লম্পট এবং রেজিস্টার মাতাল বললেন। রাজীব সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু আরও জানান, তিনি রাজীব সিনহাকে বলে এসেছেন যে এবার থেকে আর উপরে উঠবেন না। কমিশনের অফিসের নিচে বসেই বিক্ষোভ দেখাবেন। তাঁর তোপ, “যেদিন আপনি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী আটকাতে গিয়েছিলেন, সেদিনই আপনার নিরপেক্ষতা চলে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বাঁ পায়ের লিগামেন্টে চোট, হাসপাতালে ভরতি হতে নারাজ মমতা, বাড়িতেই চলবে চিকিৎসা]

শুভেন্দু আরও জানান, “শুক্রবারই জানিয়েছিলাম যে সঞ্জয় বনসল নিয়ে উত্তর বেআইনি। কমিশনার বলছেন আমরা প্রতিদিন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমরা আজ বলেছি ‘দিদিকে বলো’ এবং সরাসরি মুখ্যমন্ত্রী’ এখন ডিলিট হয়ে গিয়েছে। সবই মুখে মুখে তিনি বলছেন। যাতে কোনওভাবে মুখ্যমন্ত্রী রুষ্ট না হন, তারই মারিয়া চেষ্টা। আমরা বলেছিলাম যে পুলিশ দিয়ে লোভ দেখানো হয়েছে। সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।”

তিনি বলেন, জেলায় ভোট হয় না। অনেক জায়গায় পৌরসংস্থায় ভোট হয়। সেখানে এক কোম্পানি দিয়ে ভোট করতে হবে। সমস্ত আইসি, প্রেসিসাইডিং আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টদের নাম এবং ফোন নম্বর দিতে হবে। পাশাপাশি একটি রাজনৈতিক দলের মিছিলে হাঁটার কারণে পূর্ব মেদিনীপুরের সুপারকে সরানোর দাবিও তোলেন তিনি।

[আরও পড়ুন: প্রমাণের অভাব! খড়গপুরের শ্রীনু নাইডু খুনে বেকসুর খালাস ‘মাফিয়া’ রামবাবু-সহ ১৩]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement