Advertisement
Advertisement

Breaking News

North Bengal

ফের ‘বঙ্গভঙ্গে’র জিগির বিজেপির! বিধানসভায় উত্তরবঙ্গ হাতিয়ার গেরুয়া বিধায়ক শিখার

এই প্রথম নয়, আগেও একাধিকবার বাংলা ভাগ করার দাবি তুলে এসেছেন বিজেপির একাধিক বিধায়ক, সাংসদরা।

BJP MLA raised demand for making North Bengal a separate state in Assembly
Published by: Subhankar Patra
  • Posted:February 20, 2025 5:18 pm
  • Updated:February 20, 2025 5:51 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের বিধানসভায় ‘বঙ্গভঙ্গে’র দাবি তুলল বিজেপি। বিধানসভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক বলে দাবি করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “মানুষ বলছে উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন। আলাদা রাজ্য করে দিন।বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছেন।”

বৃহস্পতিবার বাজেট বির্তকে অংশ নিয়ে ফের বাংলা ভাগের দাবি তুললেন শিখা। বিধানসভায় তাঁর বক্তব্য পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা আমার একার কথা না। উত্তরবঙ্গের মানুষের কথা। তাঁরা চান উত্তরবঙ্গ আলাদা হোক। কারণ মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাঁদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম।”

Advertisement

রাজ্য সরকার একাধিকবার খতিয়ান তুলে ধরে উত্তরবঙ্গের উন্নয়নের খাতে বরাদ্দের হিসাব দিয়েছে। বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে গিয়ে প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সফর বহুবার গিয়েছেন তা স্বীকার করে নিয়েও শিখার দাবি, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যান নাচ গান করতে। হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে যান। কোনও উন্নয়ন হয়নি। মানুষ একটু খাবার জল পায় না। আর সে কারণেই দিনের পর দিন উত্তরবঙ্গ আলাদা হওয়ার দাবি জোরালো হচ্ছে।”

তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার বাংলা ভাগের দাবি তুলে এসেছেন বিজেপির একাধিক বিধায়ক, সাংসদরা। নিশীথ প্রামাণিক থেকে জন বার্লা বাংলা ভাগের দাবি করেছেন। তাঁরা দাবি জানিয়েছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক উত্তরবঙ্গকে। এবার ছাব্বিশের নির্বাচনের আগে ফের বাংলাকে ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠল বিধানসভায়। তালিকায় নাম জুড়ল শিখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement