Advertisement
Advertisement

Breaking News

Niladri Sekhar Dana

কল্যাণী AIIMS দুর্নীতি মামলা: সিআইডি’র তলবে সাড়া, ভবানীভবনে বাঁকুড়ার বিজেপি বিধায়ক

মঙ্গলবার সকাল ১১টার আগেই ভবানীভবনে পৌঁছন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

BJP MLA Niladri Sekhar Dana appeared Bhabani Bhaban । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2022 11:25 am
  • Updated:October 11, 2022 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে ভবানীভবনে নীলাদ্রিশেখর দানা। বাঁকুড়ার বিজেপি বিধায়ককে মঙ্গলবার সকাল ১১টায় তলব করেছিল সিআইডি (CID)। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভবানীভবনে পৌঁছন তিনি। চিন্তামুক্তভাবে ভবানীভবনে ঢুকতে দেখা যায় তাঁকে।  

নিয়োগ দুর্নীতি মামলায় তথ্যের খোঁজে নীলাদ্রিশেখর দানাকে এর আগেও একাধিকবার তলব করে সিআইডি। আরও একবার জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার সকাল ১১টায় ভবানীভবনে তলব করা হয় বাঁকুড়ার বিজেপি বিধায়ককে। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক আগে ভবানীভবনে পৌঁছন তিনি। বেশ হাসিমুখেই ভবানীভবনে ঢুকতে দেখা যায় তাঁকে। এর আগে বাড়িতে একপ্রস্থ সিআইডি জেরার মুখোমুখি হন নীলাদ্রিশখর দানার মেয়ে মৈত্রী।

Advertisement

[আরও পড়ুন: রাতভর জেরা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ইডির হাতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্য]

উল্লেখ্য, নীলাদ্রিশেখর দানার (Niladri Sekhar Dana) বিরুদ্ধে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল আগেই। শুধু তিনিই নন, নিজেদের প্রভাব খাটিয়ে বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক-সহ মোট ৮ জনের বিরুদ্ধে নদিয়ার কল্যাণীর এইমসে নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR)। কল্যাণী থানায় প্রথমে এফআইআর দায়ের হওয়ার পর সেই দুর্নীতির অভিযোগের তদন্তভার নেয় সিআইডি। কল্যাণী থানার পক্ষ থেকে অভিযোগ সংক্রান্ত নথিপত্র সিআইডিকে হস্তান্তর করার পর তদন্ত শুরু করে রাজ্যের তদন্তকারী সংস্থা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং-সহ মোট ৮ জনের। বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। এদিনের জিজ্ঞাসাবাদে আর কী নয়া তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: ‘কোনও অভিযোগ নেই’, অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী দেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শতাব্দী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement