সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) নাম জড়িয়েছিল তারকা সাংসদ দেবের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এবার সেই দুর্নীতি প্রসঙ্গ টেনে সরাসরি দেবকে (Dev) আক্রমণ করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী ‘প্রজাপতি’ সিনেমাটি করায় মহাগুরুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন তিনি। বললেন, “মিঠুনদাকে না বিপদে পড়তে হয়।”
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেতাদের নজিরবিহীনভাবে কটাক্ষ করেন। সরাসরি নিশানা করেন তারকা সাংসদ দেবকে। গরুপাচার মামলায় একটা সময়ে উঠে এসেছিল দেব তথা দীপক অধিকারীর নাম। অভিযোগ উঠেছিল, দেবের প্রযোজনা সংস্থায় এনামুলের টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। এদিন হিরণ বললেন, “এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে।”
এরপরই মিঠুন চক্রবর্তীকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন হিরণ। বলেন, “মিঠুনদা (Mithun Chakraborty) অত্যন্ত সৎ, সরল মানুষ। কিন্তু উনি দীপক অধিকারীর প্রযোজনা সংস্থায় প্রজাপতি সিনেমাটি করেছেন। ফলে দেব দোষী সাব্যস্ত হলে গোটা বিষয়টায় জড়িয়ে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে আবারও তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে।” এপ্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, “পুরোটাই প্রমাণ সাপেক্ষ। জ্ঞানত যদি কোনও ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে পদক্ষেপ করা উচিত।” তবে রুদ্রনীল আরও বলেছেন যে, “সিনেমায় ব্যবহৃত সমস্ত টাকার উৎস জানা সব সময় সম্ভব নয়।” তবে হিরণের এই আক্রমণকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “প্রচারের আলোয় আসতে এসব করছেন হিরণ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.