Advertisement
Advertisement
Hiran Chatterjee

হিরণেই আস্থা বঙ্গ বিজেপির, বড় পদ পেলেন তারকা বিধায়ক

লোকসভা নির্বাচনের আগে দায়িত্ব বৃদ্ধি হিরণের।

BJP MLA Hiran Chatterjee appointed as Yuba Morcha In Charge for the first time । Sangbad Pratidin

খড়গপুরের বিজেপি বিধায়ক টলিউডের নায়ক।

Published by: Sayani Sen
  • Posted:December 23, 2023 11:26 am
  • Updated:December 23, 2023 12:27 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক-বিরোধী উভয়েই। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির যুব শাখায় সাংগঠনিক রদবদল। যুব মোর্চার মুখ তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বাংলায় জমি শক্ত করতে তবে কি সুকান্ত, দিলীপের পর শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ হিরণেই আস্থা রাখছে গেরুয়া শিবির, ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন।

যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ। কসবা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন। ওয়াকিবহাল মহলের মতে, ইন্দ্রনীল খাঁ সেভাবে পরিচিত মুখ নন। তাঁর চেয়ে একজন অভিনেতা এবং বিজেপি বিধায়ক হিসাবে যথেষ্ট পরিচিতি রয়েছে হিরণের। সে কারণেই হয়তো হিরণকে যুব মোর্চার মুখ হিসাবে বেছে নেওয়া হতে পারে। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, যুব তৃণমূলের মুখ সায়নী ঘোষ। তিনি অভিনেত্রী।  তাই তাঁর পালটা হিসাবে যুব মোর্চার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা-বিধায়ক হিরণ। 

Advertisement

[আরও পড়ুন: কাজ ফুরোলেই… অভিমানে পুরস্কারের টাকা ফিরিয়ে দিলেন উত্তরকাশীর ‘ত্রাতা’ র‍্যাট হোল মাইনাররা]

২০২১ সালে বিজেপিতে যোগ দেন হিরণ। খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে ভোটে লড়েন। শেষ পর্যন্ত জয়ের হাসিও হাসেন তিনিই। তবে স্থানীয় সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক তেমনভাবে গড়ে ওঠেনি। বারবারই দুজনের মধ্যে সংঘাত প্রকাশ্যে এসেছে। কখনও বৈঠক তো কখনও জনসভায় একে অপরকে এড়িয়ে গিয়েছেন। বর্তমানে বিজেপিতে আর কোনও পদে নেই দিলীপ ঘোষ। শুধুমাত্র খড়গপুরের সাংসদ তিনি। এদিকে, আবার হিরণ শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ বলেই শোনা যায়। তবে কি যুব মোর্চার ইনচার্জ হিসাবে দায়িত্ব পাওয়ার নেপথ্যে সে সমীকরণও খানিক কাজ করেছে, প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement