Advertisement
Advertisement

Breaking News

BJP

লোকসভার আগে ফের শক্তিবৃদ্ধি, অভিষেকের হাত ধরে তৃণমূলে আরও ১ বিজেপি বিধায়ক

কোতুলপুরের বিধায়ক ছিলেন তিনি।

BJP MLA Harakali Pratihar joins TMC | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 26, 2023 6:58 pm
  • Updated:October 26, 2023 7:40 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটের আগে আরও শক্তি বাড়ল তৃণমূলের। এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন তিনি। 

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত ছিলেন হরকালী প্রতিহার। তৃণমূল করতেন তিনি। বাঁকুড়ার যুব তৃণমূল নেতা সন্দীপ বাউড়ির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে দীর্ঘদিন দল করলেও প্রাপ্তির ভাণ্ডার ছিল শূন্য। সেই কারণেই ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন হরকালী। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় বিজেপি। জয়ীও হন তিনি। তবে গত কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল তৃণমূলে ঘর ওয়াপসি হতে চলেছে বিজেপি বিধায়কের।

Advertisement

[আরও পড়ুন: জেলে বসেই ‘ক্রিমিনাল গ্যাং’য়ের নেতা! গয়নার দোকানে ডাকাতির মূলচক্রীর অপরাধে হাতেখড়ি কৈশোরে]

কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর দেখা করেছিলেন হরকালী প্রতিহার। এ বিষয়ে যোগাযোগ করা হলে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন বিধায়ক। অবশেষে সত্যি হল জল্পনা। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন তিনি। 

 

[আরও পড়ুন: বিসর্জনের মেলা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু শ্যালক ও জামাইবাবুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement