Advertisement
Advertisement
BJP Mahila Morcha protests dengue outbreak in Kolkata

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে খণ্ডযুদ্ধ

পুজোর মুখে রাজ্যজুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত।

BJP Mahila Morcha protests dengue outbreak in Kolkata । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2023 4:50 pm
  • Updated:September 30, 2023 10:18 am  

দিশা ইসলাম, সল্টলেক: পুজোর মুখে রাজ্যজুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ব্যর্থ বলেই অভিযোগ বিরোধীদের। আর সেই অভিযোগে বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার।

ডেঙ্গুর বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই মতো মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলেই অভিযোগ। শেষ পর্যন্ত তাঁরা স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

Advertisement

[আরও পড়ুন: বারবার তলবে অভিষেককে হেনস্তা! ইডির বিরুদ্ধে কি এবার পালটা আইনি পথের ভাবনা?]

উল্লেখ্য, মশাবাহিত রোগ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই এ বিষয়ে দফায় দফায় নবান্নে বৈঠক হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জায়গা পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে তা সত্ত্বেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাণহানিও রোখা যাচ্ছে না।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বীরভূম থেকে মুছল অনুব্রতর নাম-ছবি! আমূল বদলে গেল নানুরের দলীয় কার্যালয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement