Advertisement
Advertisement
BJP

মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলাকেই সাংস্কৃতিক সেলের দায়িত্ব দিল BJP, অখুশি দলের একাংশ

যুব মোর্চার কমিটিতে ব্যাপক রদলবদল।

BJP made Pamela Goswami cultural secretary in Yuva Morcha | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 10, 2022 11:24 am
  • Updated:March 10, 2022 11:24 am

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মাদক পাচারকাণ্ডে নিউ আলিপুর থানার হাতে গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) ফের দায়িত্বে আনল দল। বুধবার দলের সেই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তুঙ্গে। যদিও গেরুয়া শিবিরের দাবি, পামেলার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। বেকসুর খালাস হয়েছেন তিনি। তাই তাঁকে দায়িত্ব দিতে কোনও সমস্যা নেই।

গত মাসে নতুন করে বিজেপির রাজ্য কমিটি গঠিত হয়। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমনকী, ক্ষোভের আগুনে দলও ছেড়েছেন কেউ কেউ। এর মাঝেই বুধবার রাতে যুব মোর্চার কমিটিতে রদলবদল হল। তাতেও দেখা গিয়েছে, দিলীপ ঘোষের সময়কার বেশকিছু নেতা বাদ পড়েছেন কমিটি থেকে। যদিও গেরুয়া শিবিরের দাবি, বয়সের জন্যই ওই নেতাদের বাতিল করা হয়েছে। এর মধ্যে পামেলা গোস্বামীর মতো বিতর্কিত নেত্রী যুব মোর্চায় পদ পাওয়ায় অখুশি বঙ্গ বিজেপির একাংশ।

Advertisement

[আরও পড়ুন: সম্পাদক পদের নির্বাচন নিয়ে সংঘাত, বেনজিরভাবে স্থগিত সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন]

দিন কয়েক আগে দু’টি বিশেষ কেন্দ্রীয় পুরস্কার পেয়ে আপ্লুত হয়ে ‘মোদিজিকে ধন্যবাদ’জানিয়ে টুইট করেছিলেন পামেলা গোস্বামী। এবং সেখানে তাঁর পদ্ম-যোগ স্পষ্ট করেছিলেন। তারপরই নাকি পামেলাকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে এনেছেন যুব সংগঠনের সভাপতি ইন্দ্রনীল খাঁ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এপ্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁ জানালেন, “কলকাতা পুলিশ চার্জশিটে পামেলার নাম রাখেনি। বেকসুর খালাস হয়ে গিয়েছে। তাই আবার পামেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” কোকেন-কাণ্ডে পামেলাকে গ্রেপ্তারির পর জেরার সূত্রে পুলিশ গ্রেপ্তার করেছিল বিজেপি নেতা রাকেশ সিংকে। যা নিয়ে ব‌্যাপক ঝামেলা হয়। তাঁর বিজেপি যোগের কথা বারবার বলেছেন পামেলা। এবার কেন্দ্রের গ্লোবাল লিডারশিপ এবং ইন্ডিয়ান আইকন ফিল্ম অ‌্যাওয়ার্ড পান পামেলা।

[আরও পড়ুন: সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ, সরকারি চিকিৎসকদের ‘ফাঁকিবাজি’ রুখতে তৈরি হচ্ছে ডিউটি রস্টার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement