সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়াদ শেষের আগেই পতন হতে পারে কেন্দ্রের বিজেপি সরকারের। মঙ্গলবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kerjiwal) সঙ্গে দেখা করার পর নয়া দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতার বার্তা, ‘আজ আমি আছি, কাল নাও থাকতে পারি।’
রাজ্যে রাজ্যে বিরোধীরা একত্রিত হচ্ছে। আর সব বিরোধীরা একত্রিত হলে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন মমতা (Mamata Banerjee)। একই সঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছেন, চমকপ্রদ কিছু হলে ২০২৪ লোকসভার আগেও পড়ে যেতে পারে কেন্দ্রের সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন,” আর তো ৬ মাসের ব্যাপার। আর যদি কোনও মিরাকল হয়ে যায়, সরকার আগেও পড়তে পারে। কে বলতে পারে, আমি আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। নির্বাচন হলেও ৬ মাস বাকি। তার চেয়ে বেশি নয়।”
বিজেপির ডবল ইঞ্জিন সরকারের তত্ত্বকেও এদিন কার্যত গুঁড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, “ডবল ইঞ্জিন সরকার এখন ট্রাবল ইঞ্জিন, টেরিবল ইঞ্জিন হয়ে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ব। আমাদের কিছু চাই না। একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই। যা পারেন করে নিন।” মমতার দাবি, তেলেঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, বিহার ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সব জায়গায় বিরোধীরা একত্রিত হচ্ছে। আরও দলকে একত্রিত হতে হবে। মমতা যে যে রাজ্যের কথা বলছেন, সেগুলির মধ্যে একাধিক রাজ্যে এখনও বিজেপি বিরোধী ভোট একত্রিত হওয়ার মতো পরিস্থিতি আসেনি। কিন্তু মমতা আশাবাদী, নিজেদের সমস্যা মিটিয়ে বিজেপিকে হারাতে সবাই একজোট হবেই।
এদিন নবান্নে একসঙ্গে তিন মুখ্যমন্ত্রীর বৈঠক সেই বিরোধী জোট গঠনের প্রক্রিয়াকে খানিকটা হলেও তরান্বিত করল। ওদিকে নীতীশ কুমার (Nitish Kumar) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করছেন, আবার শরদ পওয়ারও বিরোধী ঐক্যের কথা বলছেন। এসবের মধ্যে মমতা-কেজরিওয়াল এদিন নবান্নে বসে কার্যত একযোগে ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান তুললেন। যা বেশ তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.